• হোম > রাজশাহী > নওগাঁয় ফ্রিজে পঁচা বাসি খাবার সংরক্ষণের দায়ে জরিমানা

নওগাঁয় ফ্রিজে পঁচা বাসি খাবার সংরক্ষণের দায়ে জরিমানা

  • রবিবার, ৪ সেপ্টেম্বর ২০২২, ১৯:০১
  • ৪২২

নওগাঁয় ফ্রিজে পঁচা বাসি খাবার সংরক্ষণের দায়ে জরিমানা

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলায় নওহাটা এলাকায় জাতীয় ভোক্তা-অধিকার অভিযানে পৃথক দুই প্রতিষ্ঠানের জরিমানা।

 

রবিবার ০৪ সেপ্টেম্বর,২০২২ তারিখ বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক(অতিরিক্ত সচিব) মহোদয়ের অর্পিত ক্ষমতাবলে, জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনায় ও উপজেলা নির্বাহী অফিসারের সহযোগিতায় নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মো: শামীম হোসেন নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলায় নওহাটা এলাকায় অভিযান পরিচালনা করেন।

তদারকিকালে নওহাটায় অবস্থিত সিফাত হাদীস মামা ভাগ্নে হোটেল ও হোটেল সালাদিয়া হোটেলকে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি,বাসী পঁচা খাবার ফ্রিজে সংরক্ষণ ,আয়োডিনহীন লবণ ব্যবহারের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থায় যথাক্রমে ৩,০০০/- এবং ২০,০০০/- টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।অভিযানে নওহাটা পুলিশ ফাঁড়ির একটি চৌকষ টিম সহযোগীতা করেন। জনস্বার্থে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/125356 ,   Print Date & Time: Thursday, 16 October 2025, 08:20:53 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group