• হোম > বরিশাল > ঝালকাঠিতে পেনশনভোগী বয়স্কভাতা না পেয়ে চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

ঝালকাঠিতে পেনশনভোগী বয়স্কভাতা না পেয়ে চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

  • সোমবার, ৫ সেপ্টেম্বর ২০২২, ০৯:৪৭
  • ৩১৩

প্রতীকী ছবি

ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠির কীর্তিপাশা ইউনিয়ানের চেয়ারম্যান আব্দুর রহিমের বিরুদ্ধে জেলা প্রশাসকের কাছে বয়স্ক ভাতা না দেয়া লিখিত অভিযোগ দায়ের হয়েছে। একই ইউনিয়নের তারপাশা গ্রামের অবসর প্রাপ্ত সরকারি কর্মচারী মোঃ নুরুজ্জামান জেলা প্রশাসকের কাছে বয়স্ক ভাতা না দেয়ার অভিযোগ এনেছেন। অভিযোগকারী মোঃ নুরুজ্জামান(৬৮) ও তার স্ত্রী মুকুল বেগম(৬৪) বয়স্কভাতার জন্য আবেদন করেছিলেন কিন্তু, চেয়ারম্যান ও তার পরিষদ নুরুজ্জামান বর্তমানে সরকারি পেনশনভোগী হওয়ার কারণে আবেদন বাতিল করেন। তার পরিবারে ২ ছেলে খাদ্য বান্ধব কর্মসূচির সহায়তা এবং অপর ১জন সদস্য প্রতিবন্ধিভাতা ভোগী ও এই পরিবারটি তুলনামূলকভাবে কিছুটা আর্থিক স্বচ্ছল থাকায় তাকে বয়স্কভাতা দেয়া হয়নি বলে জানিয়েছেন ইউপি চেয়ারম্যান।

 মোঃ নুরুজ্জামান ঝালকাঠি প্রেসক্লাবে এসে বয়স্কভাতা না পাওয়ার অভিযোগ করে বলেছিলেন। চেয়ারম্যানের মূলবাড়ীর প্রতিবেশি তিনি। তার ৯ শতাংশ জমি রয়েছে এবং চেয়ারম্যান এই জমি কিনতে চেয়েছিল জমি বিক্রি না করায় চেয়ারম্যান ক্ষুব্দহয়ে তাকে বয়স্কভাতা প্রদানের ব্যবস্থা গ্রহণ করেনি। তারপাশা ওয়ার্ডে ইউপি সদস্য মিল্টন জানান, মোঃ নুরুজ্জামানের অভিযোগ ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক। কীর্তিপাশা ইউনিয়ানের চেয়ারম্যান আব্দুর রহিম জানান, এই পরিবারে একাধিক সরকারি সুযোগ সুবিধা দেয়া হয়েছে এবং কোটার তুলনায় এলাকায় তার চেয়েও অপেক্ষকৃত আর্থিকভাবে অস্বচ্ছল পরিবার অনেক রয়েছে বিধায় তারমতো অনেকেই তালিকা থেকে বাদ পরেছে এবং কোটার পরিমান বৃদ্ধিপেলে পর্যায়ক্রমে বিধিমালা মোতাবেক তালিকা ভুক্ত করা হবে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/125361 ,   Print Date & Time: Saturday, 30 August 2025, 10:40:32 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group