• হোম > ধর্ম | বরিশাল > ঝালকাঠিতে ত্রিকালদর্শী শ্রী শ্রী লোকনাথ ব্রক্ষচারীর ২৯২তম আর্বিভাব উৎসব উদযাপন

ঝালকাঠিতে ত্রিকালদর্শী শ্রী শ্রী লোকনাথ ব্রক্ষচারীর ২৯২তম আর্বিভাব উৎসব উদযাপন

  • সোমবার, ৫ সেপ্টেম্বর ২০২২, ০৯:৫২
  • ৬৪৭

ঝালকাঠিতে ত্রিকালদর্শী শ্রী শ্রী লোকনাথ ব্রক্ষচারীর ২৯২তম আর্বিভাব উৎসব উদযাপন শুরু

ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠিতে এই ক্ষীয়মান সমাজে জাতপাতের উর্ধ্বে সকল মানব সন্তানকে ঐক্যের বন্ধনে আবদ্ধকারী ত্রিকালদর্শী শ্রী শ্রী লোকনাথ ব্রক্ষচারীর ২৯২তম আর্বিভাব উৎসব উদযাপন শুরু হয়েছে । শ্রী শ্রী শীতলাখোলা ও লোকনাথ সেবা সংঘ ৬ দিনব্যাপী ধর্মীয় ও সামাজিক কর্মসূচির মধ্যে দিয়ে উৎসব পালন করবে । এ উপলক্ষে রবিবার সকাল ৯ টায় ঝালকাঠির জেলা প্রশাসক মো: জোহর আলী আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেছেন । সকাল সাড়ে ১০টায় ভক্তদের নিয়ে মঙ্গলশোভাযাত্রা বের হয় এবং শহর প্রদক্ষিণ করে পুনরায় মন্দির প্রাঙ্গনে শেষ হয় । উদ্বোধনী দিনে দেশবাসীর মঙ্গলকামনায় সন্ধ্যায় প্রদীপ প্রজলন করা হবে এ ছাড়া এইদিন বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষাথীদের মধ্যে শিক্ষা উপকরণ এবং দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করা হয় ।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/125363 ,   Print Date & Time: Thursday, 8 January 2026, 06:07:00 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group