• হোম > সিলেট > হবিগঞ্জে পুনাকের উদ্যোগে মাসব্যাপী শিল্প-পণ্যমেলা প্রস্তুতির শুভ উদ্বোধন

হবিগঞ্জে পুনাকের উদ্যোগে মাসব্যাপী শিল্প-পণ্যমেলা প্রস্তুতির শুভ উদ্বোধন

  • সোমবার, ৫ সেপ্টেম্বর ২০২২, ১০:২৪
  • ৫০৭

 

হবিগঞ্জে পুনাকের উদ্যোগে মাসব্যাপী শিল্প-পণ্যমেলা-২০২২ইং কাজের প্রস্তুতির শুভ উদ্বোধন

মীর দুলাল( হবিগঞ্জ) জেলা প্রতিনিধি:

হবিগঞ্জের নিউফিন্ড মাঠে মাসব্যাপী শিল্প-পণ্য মেলা-২০২২ইং এর মেলা মাঠের প্রস্তুতি কাজের শুভ উদ্বোধন করেন হবিগঞ্জ পুলিশ সুপার এস এম মুরাদ আলী। রবিবার (০৪-সেপ্টেম্বর ২২)ইং হবিগঞ্জ জেলা পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর উদ্যোগে ও বাংলাদেশ বেনারশী মসলিন এন্ড জামদানী সোসাইটি এর সার্বিক ব্যবস্থাপনায় মাসব্যাপী শিল্প-পণ্য মেলা-২০২২ইং এর মেলা মাঠের প্রস্তুতি কাজের শুভ উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন), শৈলেন চাকমা এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলার পুলিশ সুপার এস এম মুরাদ আলি।

পুনাক, হবিগঞ্জ এর উদ্যোগে স্বাস্থ্যবিধি মেনে মাসব্যাপী শিল্প-পণ্য মেলা-২০২২ এর আয়োজনে হবিগঞ্জ জেলার সর্বস্তরের জনগণের সর্বাত্মক সহযোগীতা কামনা করেন এবং মেলায় অংশ গ্রহণের আহবান জানান।

এ সময় বক্তরা হবিগঞ্জ জেলা পুনাক সভানেত্রী মিসেস তাহেরা রহমান এর উদ্যোগে পুনাকের বিভিন্ন কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।

পুনাক, হবিগঞ্জের উদ্যোগে আয়োজিত শিল্প-পণ্য মেলা-২০২২ইং মেলাটি আগামী ০৮ অক্টোবর-২০২২ইং হবিগঞ্জ নিউ ফিল্ড মাঠে আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হবে।

মেলা শুভ উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রশাসনের পাশাপাশি উপস্থিত ছিলেন রাজনৈতিক অংগনের নেতৃবৃন্দগন ও জন প্রতিনিধিগন

হবিগঞ্জ সদর উপজেলা, এনি চাকমা, সহ-সভাপতি, পুনাক, হবিগঞ্জসহ পুনাকের অন্যান্য নেত্রীবৃন্দ, ও হবিগঞ্জ সদর (সার্কেল) মাহফুজা আক্তার শিমুল, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস), মাহমুদুল হাসান ।হবিগঞ্জ প্রেসক্লাব,এর সভাপতি রাসেল চৌধুরী ও সকল থানার অফিসার ইনচার্জগণ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সদস্যগণ।

 


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/125372 ,   Print Date & Time: Saturday, 20 December 2025, 08:28:20 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group