• হোম > খেলা > লিজেন্ডস লিগে খেলবেন ক্রিস গেইল

লিজেন্ডস লিগে খেলবেন ক্রিস গেইল

  • সোমবার, ৫ সেপ্টেম্বর ২০২২, ১১:০৪
  • ৩৩৪

 ছবি: সংগৃহীত

সৌরভ গাঙ্গুলি লিজেন্ডস লিগ থেকে নাম তুলে নেওয়ায় কিছুটা রঙ হারিয়েছিল কিংবদন্তিদের লিগ। টুর্নামেন্ট জমাতে এবার নিয়ে আসা হল ক্রিস গেইলকে। বীরেন্দ্র শেবাগের অধিনায়কত্বে গুজরাট জায়ান্টসদের হয়ে খেলবেন ‘দ্য ইউনিভার্স বস।’ হয়তো গেইল-শেবাগ জুটিকে ওপেন করতেও দেখা যাবে।

লেজেন্ডস লিগের অন্যতম কর্মকর্তা রামন রাহেজা বলেন, গত শুক্রবারের ড্রাফটের পরই ক্রিস গেইলকে নেওয়ার ইচ্ছাপ্রকাশ করেছিল গুজরাট জায়ান্টস। খেলতে রাজি হয়েছে গেইল।

আগামী ১৬ সেপ্টেম্বর ইডেনে একটি প্রদর্শনী ম্যাচ দিয়ে শুরু হবে লেজেন্ডস ক্রিকেট লিগ। নিয়ম অনুযায়ী তিন দিনের মধ্যে দল গুছিয়ে ফেলতে হবে ফ্র্যাঞ্চাইজিদের। গুজরাটে সতীর্থ লেন্ডল সিমন্সকে পাবেন গেইল।

শেবাগ ছাড়া ভারতীয়দের মধ্যে থাকছেন পার্থিব প্যাটেল, যোগিন্দর শর্মা, অশোক দিন্দা, স্টুয়ার্ট বিনি এবং মনবিন্দর বিসলা। স্পিন বিভাগ সামলাবেন ড্যানিয়েল ভেট্টরি এবং অজন্তা মেন্ডিস।

পেসারদের মধ্যে থাকছেন মিচেল ম্যাকক্লেনাঘন, স্টুয়ার্ট বিনি, অশোক দিন্দারা।‌ লেজেন্ডস লিগের সুবাদে ক্যারিবিয়ান বিগ হিটারকে আরও একবার বাইশ গজে দেখার সুযোগ পাবে ক্রিকেট ভক্তরা।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/125382 ,   Print Date & Time: Saturday, 30 August 2025, 04:54:06 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group