• হোম > আন্তর্জাতিক > কানাডায় ছুরিকাঘাতে নিহত ১০

কানাডায় ছুরিকাঘাতে নিহত ১০

  • সোমবার, ৫ সেপ্টেম্বর ২০২২, ১১:১৭
  • ৩৬২

 ছবি: সংগৃহীত

কানাডার একটি এলাকায় ছুরি হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও অনেকে।

রবিবারের এই হামলার ঘটনায় সন্দেহভাজন দুই জনকে ধরতে অভিযান চালাচ্ছে স্থানীয় প্রশাসন।

সাচকাচুয়ান প্রদেশের ওয়েলডন শহরের কাছে জেমস স্মিথ ক্রি ন্যাশনের আদিবাসী সম্প্রদায়ে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে পুলিশ। স্থানীয় পুলিশ কমিশনার জানিয়েছেন, ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে যায় পুলিশ। ১৩টি স্থান থেকে হামলার শিকার ব্যক্তিদের উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন দুই হামলাকারী ডেমিয়েন স্যান্ডারসন ও মাইলস স্যান্ডারসন একটি কালো গাড়িতে করে পালিয়ে গেছেন।

এই হামলায় অনেকে আহত, ১৫ জনকে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরও অনেককে হাসপাতালে নেওয়ার প্রক্রিয়া চলছে।

এই ঘটনায় দুইজন সন্দেহভাজনকে চিহ্নিত করে তাদের ধরতে অভিযান শুরু করেছে পুলিশ। ওই এলাকায় রাষ্ট্রীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। স্থানীয় মহাসড়কগুলোতে চেকপোস্ট বসানো হয়েছে। তবে কী উদ্দেশ্যে এই হামলা চালানো হয়েছে, সে বিষয়ে পুলিশ কিছুই জানাতে পারেনি।

এই ঘটনায় কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো শোক জানিয়েছেন।

সূত্র: বিবিসি


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/125386 ,   Print Date & Time: Saturday, 30 August 2025, 03:26:11 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group