• হোম > আন্তর্জাতিক > ৫ ফিলিস্তিনির মৃত্যুদণ্ড কার্যকর করলো হামাস

৫ ফিলিস্তিনির মৃত্যুদণ্ড কার্যকর করলো হামাস

  • সোমবার, ৫ সেপ্টেম্বর ২০২২, ১১:২৭
  • ৪৩৬

 ছবি: সংগৃহীত

গাজায় পাঁচ ফিলিস্তিনির মৃত্যুদণ্ড কার্যকর করেছে উপত্যকাটির ক্ষমতাসীন কট্টর ইসলামপন্থী দল হামাস। তাদের মধ্যে তিন জন ছিল হত্যা মামলার আসামি। আর দু’জন ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি করার অভিযোগ ছিল।

রবিবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

হামাসের স্বরাষ্ট্র মন্ত্রণালয় মৃত্যুদণ্ডের শাস্তি ভোগ করাদের নাম প্রকাশ করেনি। বিবৃতিতে হামাসের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, সকল আইনি প্রক্রিয়া শেষে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। রায়গুলো চূড়ান্ত ছিল, যার বাস্তবায়ন বাধ্যতামূলক ছিল। দোষী সাব্যস্ত সবাইকে আত্মপক্ষ সমর্থনের পূর্ণ অধিকার প্রদান করা হয়েছে।

২০১৭ সালের পর গাজায় আবার মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা ঘটল। ফিলিস্তিন এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এই মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় নিন্দা জানিয়েছে।

২০০৭ সালে গাজা দখল করে হামাস। সেখানে কয়েক ডজন ফিলিস্তিনিকে মৃত্যুদণ্ডের শাস্তি দেওয়া হয়েছে।

সূত্র: রয়টার্স।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/125388 ,   Print Date & Time: Monday, 20 October 2025, 09:09:15 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group