• হোম > আন্তর্জাতিক > পাকিস্তানে বন্যায় প্রাণহানি ছাড়ালো দেড় হাজার

পাকিস্তানে বন্যায় প্রাণহানি ছাড়ালো দেড় হাজার

  • সোমবার, ৫ সেপ্টেম্বর ২০২২, ১২:৪৫
  • ৪৪০

 ছবি: সংগৃহীত

পাকিস্তানে প্রলয়ংকরী বন্যায় দেড় হাজার ছাড়ালো প্রাণহানির সংখ্যা। চলমান প্রাকৃতিক এ দুর্যোগে সাড়ে ১২ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

খবর বলা হয়, এই দুর্যোগে এখনো দেশটির ৩০ লাখের বেশি মানুষ বসবাস করছেন আশ্রয় ক্যাম্পে। যোগাযোগ ব্যবস্থা ভেঙে পরায় সবার কাছে ত্রাণ ও খাদ্য সহায়তা পৌঁছানো যাচ্ছে না। ২০১০ সালের পর দক্ষিণ এশিয়ার সবচেয়ে প্রাণঘাতী বন্যা দেখছে পাকিস্তান।

দেশটির অর্থ মন্ত্রণালয়ের হিসাবে, এখনো এক-তৃতীয়াংশ এলাকা পানির নিচে রয়েছে। যাতে ক্ষতিগ্রস্ত প্রায় ১০ বিলিয়ন ডলারের সম্পদ। ধ্বংস হয়েছে ১৪ লাখের মতো ঘরবাড়ি-স্থাপনা। সিন্ধু ও বেলুচিস্তান সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যার পানির তোড়ে ৭০ লাখের বেশি গবাদি পশু মারা গেছে। ভেঙে পড়েছে ১৪৫টি সেতু এবং সাড়ে ৩ হাজার কিলোমিটারের বেশি রাস্তাঘাট। এগুলোর সংস্কারে দীর্ঘদিন লাগবে- এমনটাই দাবি সরকারের। পরিস্থিতি মোকাবেলায় আরও বৈদেশিক সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/125396 ,   Print Date & Time: Saturday, 30 August 2025, 04:48:36 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group