• হোম > বিএনপি > প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে যা বললেন মির্জা ফখরুল

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে যা বললেন মির্জা ফখরুল

  • সোমবার, ৫ সেপ্টেম্বর ২০২২, ১৫:৫৪
  • ৪৭৯

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে যা বললেন মির্জা ফখরুল

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রত্যেকবার ভারত সফরে গিয়ে শুধু দিয়েই আসেন, কিছু আনতে পারেন না’ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (৫ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় তিনি এ কথা বলেন।

ফখরুল বলেন, আমাদের অভিজ্ঞতা তিক্ত, প্রতিবার আমরা আশা করি তিনি (প্রধানমন্ত্রী) কিছু নিয়ে আসবেন, পরে দেখি তিনি সবকিছু দিয়ে এসেছেন। তাই, আগে থেকে কোনো মন্তব্য করব না, তিনি আগে ফিরে আসুক তারপর মন্তব্য করব।

অনুষ্ঠানে দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, গায়ের জোরে ক্ষমতা দখলকারীরা আবারও ইভিএমের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার পাঁয়তারা করছে।

তিনি বলেন, আজকে দেশের অর্থনীতিকে লুটপাট করে তারা দেউলিয়া করে ফেলেছে। সাইফুর রহমান বেঁচে থাকলে তাদের বিরুদ্ধে মাঠে নামতেন।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/125426 ,   Print Date & Time: Monday, 15 December 2025, 05:42:13 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group