• হোম > বিশেষ নিউজ > হবিগঞ্জে এতিম মেয়ে ও ছেলের বিয়ে দিয়ে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন জেলা প্রশাসক

হবিগঞ্জে এতিম মেয়ে ও ছেলের বিয়ে দিয়ে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন জেলা প্রশাসক

  • মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর ২০২২, ১০:৪৪
  • ২২৯৪

হবিগঞ্জে এতিম মেয়ে ও ছেলের বিয়ে দিয়ে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন জেলা প্রশাসক

মীর দুলাল (হবিগঞ্জ) জেলা প্রতিনিধি:

হবিগঞ্জ জেলা প্রশাসনের তত্ত্বাবধানে সরকারী শিশু পরিবারে এতিম মেয়ে ও ছেলের বিয়ে দিয়ে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন জেলা প্রশাসক ত পুলিশ সুপার।

সোমবার (৫ সেপ্টেম্বর২২) ইং দুপুরে হবিগঞ্জ শিশু পরিবারে এ বিয়ে আয়োজন করা হয়।

শিশু পরিবারের পুরণো সদস্য শামীম মিয়ার সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন জাহেনা বেগম।

বিবাহিত নবদম্পতি দুজনেই শিশু পরিবারের পুরণো সদস্য।বিয়ে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান, পুলিশ সুপার এস এম মুরাদ আলি, অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) মোঃ রফিকুল আলম, জেলা সমাজসেবা অফিসের উপপরিচালক রাশেদুজ্জামান চৌধুরী, বিশিষ্ট সমাজকর্মী তাহমিনা বেগম গিনি, সাংবাদিকবৃন্দ প্রমুখ।

এ আয়োজনে সহায়তা প্রদানের জন্য সকল সহৃদয়বান ব্যক্তিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়। ভবিষ্যতেও এভাবে এতিমদের পাশে থাকার আহ্বান জানান জেলা প্রশাসক ইশরাত জাহান ও পুলিশ সুপার এস এম মুরাদ আলী।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/125461 ,   Print Date & Time: Saturday, 6 December 2025, 12:09:01 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group