• হোম > জাতীয় > বৈঠকে বাংলাদেশ ও ভারতের মানুষের চাওয়া প্রাধান্য পাবে: দিল্লিতে প্রধানমন্ত্রী

বৈঠকে বাংলাদেশ ও ভারতের মানুষের চাওয়া প্রাধান্য পাবে: দিল্লিতে প্রধানমন্ত্রী

  • মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর ২০২২, ১১:১৪
  • ৪৭৩

 ফাইল ছবি

ভারতে দুই রাষ্ট্রনায়কের বৈঠকে বাংলাদেশ ও ভারতের মানুষের চাওয়া প্রাধান্য পাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করেন তিনি।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দিল্লি সফরের ২য় দিনে সকালে দিল্লির রাষ্ট্রপতি ভবনে তিনি এসব কথা বলেন। বলেন, মুক্তিযুদ্ধে ভারতের অবদান বাংলাদেশের মানুষ সবসময় স্মরণ রাখবে। জনগণের পক্ষ থেকে ভারতবাসীকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।

সকালে ভারতের রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপর দিল্লির রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গার্ড অব অনার দেয়া হয়। স্থানীয় সময় সকাল ৯টায় ভারতের রাষ্ট্রপতি ভবনে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে রাষ্ট্রপতি ভবনে প্রবেশ করে নরেন্দ্র মোদি। আজই হায়দ্রাবাদ হাউসে দুই দেশের প্রধানমন্ত্রীদের শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হবে। তার আগে শেখ হাসিনা ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এর পাশাপাশি দুই দেশের মধ্যে আজ কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/125469 ,   Print Date & Time: Saturday, 30 August 2025, 02:50:46 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group