• হোম > বিনোদন > টিজারে নতুন লুকে সালমানের বাজিমাত

টিজারে নতুন লুকে সালমানের বাজিমাত

  • মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর ২০২২, ১৫:৩৩
  • ৪০৩

 ছবি: সংগৃহীত

ভিন্ন লুকে নতুন সিনেমার টিজারে হাজির হলেন বলিউডের ভাইজান খ্যাত সালমান খান। সোমবার প্রকাশিত ‘কিসি কা ভাই, কিসি কা জান’-এর এক ঝলকে রীতিমতো আলোচনায় এসেছেন তিনি।

টিজারে তাকে বড় চুলে বেশ আকর্ষণীয় দেখাচ্ছে। টিজারটিতে শুধু তাকেই দেখানো হয়েছে। অন্য কোনো পার্শ্ব অভিনেতাকে দেখানো হয়নি। মুক্তির কোনো তারিখও উল্লেখ করা হয়নি। তবে টিজারটি প্রকাশ হওয়া মাত্রই ভক্তদের মাঝে দারুণ উত্তেজনা সৃষ্টি হয়েছে।

‘এসকেএফ’ প্রডাকশনের ব্যানারে নির্মিত সিনেমাটিতে ভেংকটেশ, পূজা হেগড়ে, সিদ্ধার্থ নিগম, শেহনাজ গিলসহ আরো অনেকেই অভিনয় করেছেন বলে জানা গেছে। ছবিটি এ বছরের শেষ নাগাদ মুক্তির সম্ভাবনা রয়েছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/125483 ,   Print Date & Time: Friday, 29 August 2025, 04:48:21 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group