• হোম > খেলা > সব ধরনের ক্রিকেট থেকে অবসরে রায়না

সব ধরনের ক্রিকেট থেকে অবসরে রায়না

  • মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর ২০২২, ১৫:৫২
  • ৪১৮

 ছবি: সংগৃহীত

সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিলেন সুরেশ রায়না। ২০২০ সালের আগস্টে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যান বাঁহাতি এই ব্যাটার। এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ও ভারতের ঘরোয়া ক্রিকেট থেকেও অবসর নিয়েছেন তিনি।

আইপিএলের শেষবারের নিলামে কোনো দলই আগ্রহ দেখায়নি সুরেশ রায়নার ওপর। তাই আইপিএলে আর ভবিষ্যৎ দেখছেন না তিনি। সাউথ আফ্রিকা এবং সংযুক্ত আরব আমিরাতের নতুন ফ্র্যাঞ্চাইজি লিগ ও শ্রীলঙ্কার ফ্র্যাঞ্চাইজি লিগের কয়েক দল অবশ্য এরই মাঝে যোগাযোগ করেছে রায়নার সঙ্গে।

যদিও এই ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত নেননি ২০১১ সালে ভারতের বিশ্বকাপ জয়ী এই সদস্য। উত্তর প্রদেশের হয়ে সামনের মৌসুম থেকে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ভারতীয় ক্রিকেটারদের অবশ্য দেশের বাইরে কোনো লিগে খেলতে দেয় না বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।

কোনো ক্রিকেটার যদি এরপরও খেলতে চায় তাহলে তাকে বিসিসিআই ও ভারতের যেকোনো পর্যায়ের ক্রিকেটের চুক্তি বহির্ভূত হতে হয়। আপাতত সেই পথেই এগিয়ে যাচ্ছেন রায়না। উত্তর প্রদেশ থেকে অনাপত্তিপত্রও নিয়েছেন ৩৫ বছর বয়সী এই ক্রিকেটার।

রায়না বলেন, ‘আমার দেশ এবং উত্তর প্রদেশকে প্রতিনিধিত্ব করতে পারাটা ভাগ্যের ব্যাপার। সব ধরনের ক্রিকেট থেকে আমি অবসরের ঘোষণা দিচ্ছি।। আমি বিসিসিআই, উত্তর প্রদেশ ক্রিকেট, চেন্নাই সুপার কিংস, রাজিব শুক্লা স্যার এবং আমার ভক্তদের ধন্যবাদ জানাচ্ছি।’

‘আমি রোড সেফটি সিরিজে খেলব। সাউথ আফ্রিকা, শ্রীলঙ্কা এবং সংযুক্ত আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজিগুলো আমার সঙ্গে যোগাযোগ করেছে। তবে আমি এখনও সিদ্ধান্ত নেইনি।’

ভারতের হয়ে ১৮টি টেস্ট, ২২৬টি ওয়ানডে এবং ৭৮টি টি-টোয়েন্টি খেলেন রায়না। এর মধ্যে ওয়ানডেতে পাঁচ হাজার ৬১৫ রান ও টি-টোয়েন্টিতে এক হাজার ৬০৫ রান করেন তিনি।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/125491 ,   Print Date & Time: Thursday, 13 November 2025, 08:35:26 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group