• হোম > আইন-অপরাধ | সিলেট > হবিগঞ্জ জেলা ডিবি পুলিশের অভিযানে জুয়া খেলার দায়ে ০৮ (আট) জুয়ারি আটক

হবিগঞ্জ জেলা ডিবি পুলিশের অভিযানে জুয়া খেলার দায়ে ০৮ (আট) জুয়ারি আটক

  • বুধবার, ৭ সেপ্টেম্বর ২০২২, ০৯:৫১
  • ৪৬৬

“হবিগঞ্জ জেলা ডিবি পুলিশের অভিযানে জুয়া খেলার দায়ে ০৮ (আট) জুয়ারি আটক

মীর দুলাল (হবিগঞ্জ) জেলা প্রতিনিধি:

হবিগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার এস এম মুরাদ আলি দিক নির্দেশনায় বিশেষ অভিযান জুয়া খেলা অবস্থায় ৮ জুয়ারি কে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার( ৫ সেপ্টেম্বর২২) ইং দুপুরে হবিগঞ্জ জেলা প্রশাসনের এক প্রেস বিজ্ঞপ্তিতে ৮ জুয়ারি কে আটকের বিষয় টি নিশ্চিত করেন।

পুলিশ সুত্রে জানা যায়, সোমবার ০৫ সেপ্টেম্বর রাত্র ০২:৪৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বিশেষ অভিযান পরিচালনা করে হবিগঞ্জ সদর মডেল থানার রিচি অগ্নিকোনা সাকিনায় চুনু মিয়ার আধাপাকা টিন সেড বসত ঘরের কক্ষ থেকে টাকার বিনিময়ে তাসের মাধ্যমে জুয়া খেলার অপরাধে ১। চুনু মিয়া (৬০), পিতামৃত- মরম আলী, ২। নজরুল ইসলাম (৩০), পিতা- ইব্রাহিম মিয়া, ৩। মোঃ মোছাব্বির মিয়া (৪০), পিতা মৃত- গুনু মিয়া, ৪। দুলাল মিয়া (৩৫), পিতা- চুনু মিয়া, সর্বসাং- রিচি অগ্নিকোনা, ৫। আলী আহমদ (৩০), পিতা মৃত - আব্দুল মন্নাফ, সাং- ধল, ৬। সোহেল রানা (৩৫), পিতা- বাজিদ উল্লাহ, সাং- পূর্ব আষেঢ়া বাদলপুর, ৭। মোঃ আজিজুর রহমান (২৫), পিতা মৃত- ইয়াদ আলী@এদালী, সাং- রিচি ঈশানকোনা, ৮। সুমন মিয়া (৩৫), পিতা মৃত- সিরাজ আলী, সাং- রিচি আড়িয়াকোনা, সর্বথানা- হবিগঞ্জ সদর, জেলা- হবিগঞ্জ দেরকে আটক করা হয়।

জুয়ার খেলার ঘটনাস্থল থেকে সর্বমোট- ১১,৫০০/- (এগার হাজার পাঁচ শত টাকা) এবং মোট ০৪ প্যাকেট অর্থাৎ ২০৮ টি তাস উদ্ধার করা হয়।

জেলা প্রশাসন হবিগঞ্জ জেলা কে অপরাধ মুক্ত করতে পুলিশকে তথ্য দিতে আহবান জানান। হবিগঞ্জ জেলাকে মাদক, জুয়া ও চোরাচালান মুক্ত করতে সহায়তা করুন।

 


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/125503 ,   Print Date & Time: Sunday, 6 July 2025, 09:24:25 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group