• হোম > আইন-অপরাধ | সিলেট > হবিগঞ্জে ভাইয়ের ছুরিঘাতে ভাই খুন

হবিগঞ্জে ভাইয়ের ছুরিঘাতে ভাই খুন

  • বুধবার, ৭ সেপ্টেম্বর ২০২২, ১০:২২
  • ৪১৫

হবিগঞ্জে  ভাইয়ের ছুরিঘাতে ভাই খুন

মীর দুলাল (হবিগঞ্জ) জেলা প্রতিনিধি:

হবিগঞ্জের বাহুবলে জমিজমার বিরোধের জের ধরে চাচাতো ভাইয়ের ছুরিঘাতে ভাই নিহত হয়েছে।

মঙ্গলবার (০৬ সেপ্টেম্বর ২২) ইং সন্ধ্যায় শোয়েব চৌধুরী ও তার চাচাতো ভাইয়ের মাঝে বাকবিতন্ডা হয়

এক পর্যায়ে হাসান চৌধুরী ছুরিকাঘাত করে শোয়েব চৌধুরীকে। এতে সে গুরুতর আহত হয় ।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে তাকে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

সেখানে নিয়ে যাওয়ার পর কর্ত্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার শংকরপুর গ্রামের মৃত চমক চৌধুরীর পুত্র শোয়েব চৌধুরী (২৫) এর সাথে দীর্ঘদিন ধরে তার চাচাতো ভাই হাসান চৌধুরীর বিরোধ চলে আসছে। সিলেট কোতোয়ালী থানা পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে মর্গে প্রেরণ করেন। এ ঘটনা নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করা হচ্ছে।বাহুবল থানার ওসি (তদন্ত) প্রজিত কুমার জানান, লাশটি ময়নাতদন্তের জন্য সিলেট রাখা হয়েছে। অভিযুক্ত হাসানকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

 


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/125517 ,   Print Date & Time: Monday, 7 July 2025, 01:24:29 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group