• হোম > আন্তর্জাতিক > দুর্যোগে বিপর্যস্ত পাকিস্তান; বৃহত্তম হ্রদ ‘ম্যানচার’ নিয়ে উদ্বেগ, বাঁধে ফাটল

দুর্যোগে বিপর্যস্ত পাকিস্তান; বৃহত্তম হ্রদ ‘ম্যানচার’ নিয়ে উদ্বেগ, বাঁধে ফাটল

  • বুধবার, ৭ সেপ্টেম্বর ২০২২, ১১:৩৮
  • ৬১২

 ছবি: সংগৃহীত

পাকিস্তানে চলমান বন্যায় ঝুঁকির মুখে দেশটির বৃহত্তম হ্রদ ‘ম্যানচার’। জলাধারটির বাঁধ ভেঙ্গে গেলে হুমকিতে পড়বেন লাখো বাসিন্দা। সিন্ধু প্রদেশ কর্তৃপক্ষ জানিয়েছে, এরইমধ্যে বাঁধের তিন জায়গায় ফাটল তৈরি হয়েছে। যেকোনো মুহুর্তে বড় দুর্ঘটনার শঙ্কায় সরানো হয়েছে এক লাখ ৩৫ হাজার বাসিন্দাকে। বাঁধগুলো ভাঙলে কমপক্ষে ৪০০ গ্রাম প্লাবিত হবে।

দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের হিসাবে, এখন পর্যন্ত বন্যায় প্রাণ হারিয়েছেন ১৩ শ’ এর বেশি মানুষ। যদিও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর দাবি, প্রকৃত সংখ্যা দেড় হাজার ছাড়িয়েছে। যারমধ্যে শিশু ৪৫৮ জন। চলমান প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পাকিস্তানের ৩ কোটি ৩০ লাখের বেশি মানুষ। সরকারি হিসাবে, ক্ষয়ক্ষতি হয়েছে ১০ বিলিয়ন ডলারের সম্পদ। প্রাকৃতিক দুর্যোগের এই ধাক্কা এরইমাঝে অর্থনীতিতে পড়ছে। প্রশাসন বলছে, আগামী কয়েক বছরেও কাটানো অসম্ভব এ ক্ষতি।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/125539 ,   Print Date & Time: Sunday, 14 December 2025, 02:39:49 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group