• হোম > বাংলাদেশ > শাহজালালে ৪৫ মিনিট বন্ধ থাকবে ফ্লাইট ওঠানামা

শাহজালালে ৪৫ মিনিট বন্ধ থাকবে ফ্লাইট ওঠানামা

  • বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২, ০৯:৩১
  • ৪৪৬

 শাহজালালে ৪৫ মিনিট বন্ধ থাকবে ফ্লাইট ওঠানামা

চার দিনের ভারত সফর শেষে আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরবেন। এ জন্য সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ৮টা ১৫ মিনিট পর্যন্ত ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ থাকবে।

ভিভিআইপি মুভমেন্টের কারণে ৪৫ মিনিট শাহজালালে ফ্লাইট ওঠানামা বন্ধ থাকবে। এ জন্য এয়ারলাইনসগুলোকে এই সময়ের ফ্লাইটগুলো এগিয়ে বা পিছিয়ে নেওয়ার জন্য অনুরোধ করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। এ ছাড়া যাত্রীদের সময় নিয়ে বিমানবন্দরের উদ্দেশে রওনা হতে অনুরোধ করা হয়েছে।
গত সোমবার রাষ্ট্রীয় সফরে ভারতের নয়াদিল্লি যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন স্থানীয় সময় সকাল ১১টা ৪০ মিনিটে নয়াদিল্লির পালাম বিমানবন্দরে অবতরণ করে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ভিভিআইপি ফ্লাইট।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/125596 ,   Print Date & Time: Monday, 20 October 2025, 11:14:54 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group