• হোম > আন্তর্জাতিক > পাকিস্তানে ভয়াবহ বন্যায় প্রাণহানি বেড়ে ১ হাজার ৩৫৫

পাকিস্তানে ভয়াবহ বন্যায় প্রাণহানি বেড়ে ১ হাজার ৩৫৫

  • বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২, ১০:৩৭
  • ৪৫৮

 ছবি: সংগৃহীত

পাকিস্তানে চলমান ভয়াবহ বন্যায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৫৫ জনে। বুধবার দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে, বন্যায় আহতের সংখ্যা ১২ হাজার ৭২২ জন। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

দুর্গত এলাকাগুলো পরিদর্শনের পর দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জানিয়েছেন, গোটা পাকিস্তান যেনো সমুদ্রে পরিণত হয়েছে। উদ্ধার ও ত্রাণ তৎপরতা চালাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি সহযোগিতার আহ্বানও জানান তিনি।

এরই মধ্যে দেশটির জন্য ১৬০ মিলিয়ন ডলার তহবিল বরাদ্দের ঘোষণা দিয়েছে জাতিসংঘ। কিন্তু পাকিস্তান সরকার বলছে, এটি যথেষ্ট নয়। সংস্কারের মাধ্যমে ঘুরে দাঁড়াতে কয়েক বছর সময় লাগবে। কারণ দেশটির এক-তৃতীয়াংশ এলাকা এখনো বন্যার পানির নিচে।

উল্লেখ্য, পাকিস্তানে চলমান ভয়াবহ বন্যায় ভুক্তভোগী ৩ কোটি ৩০ লাখের বেশি মানুষ। যাদের প্রায় সবাই গৃহহীন। সবচেয়ে ক্ষতিগ্রস্ত সিন্ধু প্রদেশে প্রাণ হারিয়েছেন ৫৪২ জন। এরপরই রয়েছে খাইবার-পাখতুনখোয়া, বেলুচিস্তান ও পাঞ্জাব প্রদেশ


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/125616 ,   Print Date & Time: Friday, 29 August 2025, 06:24:06 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group