• হোম > জাতীয় > আজমির শরীফ পরিদর্শন করতে নয়াদিল্লি ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী

আজমির শরীফ পরিদর্শন করতে নয়াদিল্লি ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী

  • বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২, ১২:১২
  • ৩৩৮

 ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে তার সরকারি সফরের শেষ দিনে আজ সকালে রাজস্থানের আজমিরের খাজা গরীব নওয়াজ দরগাহ শরীফ পরিদর্শনের উদ্দেশ্যে রওনা হয়েছেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বাসসকে বলেছেন, প্রধানমন্ত্রী দেশ, জনগণ এবং সমগ্র মুসলিম উম্মাহর উন্নয়ন, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে নফল নামাজ ও মোনাজাত করবেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট প্রধানমন্ত্রীকে নিয়ে সকাল ৯টা ১২ মিনিটে জয়পুর আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে নয়াদিল্লির পালাম বিমানবন্দর ত্যাগ করে।

ইহসানুল করিম জানান, প্রধানমন্ত্রী সুফি মঈনুদ্দিন চিশতীর মাজার খাজা গরীব নওয়াজ দরগাহ শরীফে ফাতেহা ও মোনাজাত করে কিছু সময় কাটাবেন।

পরে শেখ হাসিনা আজমির দরগাহ শরীফের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করবেন।

সূত্র : বাসস।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/125634 ,   Print Date & Time: Saturday, 2 August 2025, 06:36:14 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group