• হোম > বরিশাল > ভোলায় মোটরসাইকেল-ট্রাক্টর সংঘর্ষে ঈমাম নিহত

ভোলায় মোটরসাইকেল-ট্রাক্টর সংঘর্ষে ঈমাম নিহত

  • বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২, ১২:২৯
  • ৪০৯

ভোলায় মোটরসাইকেল-ট্রাক্টর সংঘর্ষে ঈমাম নিহত

ভোলা প্রতিনিধি: ভোলার দৌলতখানে মোটরসাইকেল-ট্রাক্টর মুখোমুখি সংঘর্ষে মাওলানা আবুল খায়ের (৪০) নামে মসজিদের ঈমাম নিহত হয়েছে।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার দলিল উদ্দিন খার বাজার সংলগ্ন এলাকার সড়কে উপর এ দুর্ঘটনা ঘটে।

নিহত ঈমাম মাওলানা আবুল খায়ের বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ৪ নং ওয়ার্ডের উত্তর কোড়ালিয়া গ্রামের ফরাজী বাড়ির মৃত কারী সামছুল হকের ছেলে। সে মোসনের হাট মসজিদের ঈমাম ও বায়তুল ফালাহ মাদরাসার সহকারী শিক্ষক ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানাযায়, বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে ঈমাম মাওলানা আবুল খায়ের বাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে মাদরাসায় যাচ্ছিলেন। মোটরসাইকেলটি দৌলতখান উপজেলার দলিল উদ্দিন খার বাজার সংলগ্ন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুতগামি একটি ট্রাক্টরের সঙ্গে তার মোটরসাইকেলটি মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দৌলতখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন , খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পুলিশ ট্রাক্টরটি জব্দ করেছেন। তবে চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।

নিহতের লাশ উদ্ধার করে সুরতহাল করা হচ্ছে। পরিবারে সদস্যরা আসলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে এ কর্মকর্তা জানান।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/125638 ,   Print Date & Time: Saturday, 6 December 2025, 06:24:53 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group