• হোম > নারী ও শিশু | বরিশাল > রাজাপুরে শিশুর মরদেহ উদ্ধার

রাজাপুরে শিশুর মরদেহ উদ্ধার

  • বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২, ১৬:৫১
  • ২১৩১

প্রতীকী ছবি
ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠির রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ইয়ামিন নামে ৩ বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে রাজাপুর থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ইয়ামিন খালের পানিতে ডুবে মারা গেছে বলে ওই শিশুর পরিবারের বরাদ দিয়ে জানায় পুলিশ। ইয়ামিন কাঠালিয়া উপজেলার তালগাছিয়া গ্রামের রাজমিস্ত্রী মিরাজ মোল্লার ছেলে। রাজাপুর থানার এস আই সুব্রত পরিবারের বরাদ দিয়ে জানান, পরিবারের সকলের অজান্তে বসতঘরের পাশের খালে পড়ে নিখোজ হয় ইয়ামিন। খোজাখুজির এক পর্যায়ে তাকে অচেতন অবস্থায় পেয়ে উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কতর্বরত চিকিৎসক ইয়ামিনকে মৃত ঘোষণা করে এবং পুলিশকে অবহিত করে। পরে শিশুর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানায় পুলিশ।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/125677 ,   Print Date & Time: Sunday, 31 August 2025, 10:23:22 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group