• হোম > খুলনা | বিশেষ নিউজ > নওগাঁয় ফ্রেন্ডস্ প্যানেল এর উদ্দোগে ১ টাকায় এক বেলা খাবার হোটেল

নওগাঁয় ফ্রেন্ডস্ প্যানেল এর উদ্দোগে ১ টাকায় এক বেলা খাবার হোটেল

  • শনিবার, ১০ সেপ্টেম্বর ২০২২, ১০:১২
  • ৫১৩

ফ্রেন্ডস্ প্যানেল

আশরাফুল ইসলাম,নওগাঁ প্রতিনিধিঃ মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভুতি কি মানুষ পেতে পারেনা,নওগাঁয় ফ্রেন্ডস্ প্যানেল এর উদ্দোগে প্রতি সপ্তাহে সমাজের হত দরিদ্র ও অসহায়দের মাঝে ১ টাকায় এক বেলা পেট ভরে খাবারের আয়োজন।নওগাঁর সদর উপজেলা পৌর এলাকার কৃতি সন্তান সমাজ সেবক ফ্রেন্ডস্ প্যানেল এর উদ্দোগে ১ টাকায় এক বেলা পেট ভরে খাওয়ার ব্যবস্থা করে অসহায় মানুষের পাশে দারাবার মানুষিকত নিয়ে কাজ করছেন।

মানবিক ফ্রেন্ডস্ প্যানেলের সভাপতি রিমন আলী,সাধারন সম্পাদক মহাম্মাদ আলী হোসেন সহ ৩৯ জন সদস্যের সহাওতার মাধ্যমে বাটার মোড় আসমান সিটি সপিং মহলের বারান্দায় প্রত্যেক শুক্রবার জুম্মার নামাজের পর ১ টাকার হোটেলে খাবার বিতরনী আয়োজন করা হয় বিগত ১৭ সপ্তাহ ধরে ১৫০-১৭০ জন মানুকে পেট ভরে খাওয়ানোর এ উদ্দ্যেগ পরিচালনা চলমান আছে। আগামীতে আসা ও ইচ্ছা আছে সপ্তাহে ৭ দিনই অসহায় মানুষের পাশে দারিয়ে তাদের এবেলা হলেও ক্ষুদা নিবারনের চেষ্টা করবো বলে জানান উদ্দ্যেগতা ফ্রেন্ডস্ প্যানেলর মানবিক হোটেল পরিচলনা কর্তিপক্ষ।আরও জানান ক্ষুধার্ত পথচারী ও হতদরিদ্র মানুষকে ডেকে খাবার খাওয়ান অনাহারি মানুষের মুখে খাবার তুলে দিয়ে শান্তি খুঁজে পান।সরজমিনে গিয়ে ক্ষুদার্থ ব্যক্তিদের কাছে থেকে জানা যায় ক্ষুধার্ত মানুষ তার হোটেলের সামনে দাঁড়ালে সবার আগে তাকে ডেকে পেট ভরে খাবার খাওয়ায়ে দেওয়া হয়।

এক জন বৃদ্ধা বলেন, ‘হারা গরীব মানুষ ভিক্ষা করে খায়, খিদা লাগলে এটি আসি, এই বাবারা হামাক প্যাট ভরা খাবার দেয়।এ্যাজকা কাটারি চাউলের ভাত মুর্গির ডিম আলু দিয়া তরকারি খুব সদ হচে বা, হ্যামি প্যাট ভোরা খাচি আল্লাহ ভালো করুক।

 

 


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/125700 ,   Print Date & Time: Saturday, 2 August 2025, 02:49:38 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group