• হোম > বিনোদন > হুলু’তে নুহাশের প্রজেক্ট

হুলু’তে নুহাশের প্রজেক্ট

  • শনিবার, ১০ সেপ্টেম্বর ২০২২, ১১:০৫
  • ১৬৭৯

 ছবি: সংগৃহীত

মহামারি উত্তর নতুন পৃথিবীতে ক্রমশ ছড়িয়ে পড়ছে দেশের নির্মাতারা। পাশাপাশি যৌথ প্রযোজনার কাজও হচ্ছে প্রচুর। দেশের শিল্পীরাও কেউ কেউ ডাক পাচ্ছেন আন্তর্জাতিক প্রজেক্টেও।

সে ধারাবাহিকতায় এবার প্রথমবার বাংলাদেশের কোনও নির্মাতার প্রজেক্ট মুক্তি পাচ্ছে যুক্তরাষ্ট্রভিত্তিক ওটিটি প্ল্যাটফর্ম ‘হুলু’তে। যা নির্মাণ করেছেন বাংলাদেশের তরুণ পরিচালক নুহাশ হুমায়ূন। এর সুবাদে সম্প্রতি লস অ্যাঞ্জেলেসের ফক্স স্টুডিও ঘুরে এসেছেন নুহাশ। যদিও কাজটির নাম বা ধরন প্রসঙ্গে এখনই কিছু বলতে নারাজ তিনি।

তবে নুহাশ জানিয়েছেন, এটি কোনো সিরিজ নয়, সিঙ্গেল প্রজেক্ট। প্রজেক্ট বিদেশি হলেও পুরো কাজটির লোকেশন ও শিল্পী বাংলাদেশি। কাজটি বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই করা হয়েছে।

জানা গেছে, নুহাশের নতুন এ প্রজেক্টের শুটিং ও এডিটিং শেষে এরমধ্যে জমা পড়েছে হুলু’-তে। এখন অপেক্ষা শুধু আনুষ্ঠানিক ঘোষণা ও মুক্তির।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/125719 ,   Print Date & Time: Monday, 1 September 2025, 03:33:38 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group