• হোম > আন্তর্জাতিক > নিজেদের আনুষ্ঠানিকভাবে ‘পরমাণু অস্ত্রধারী রাষ্ট্র’ হিসেবে ঘোষণা উত্তর কোরিয়ার

নিজেদের আনুষ্ঠানিকভাবে ‘পরমাণু অস্ত্রধারী রাষ্ট্র’ হিসেবে ঘোষণা উত্তর কোরিয়ার

  • শনিবার, ১০ সেপ্টেম্বর ২০২২, ১১:২১
  • ৩৪৮

 ছবি: সংগৃহীত

আনুষ্ঠানিকভাবে নিজেদের পরমাণু অস্ত্রধারী রাষ্ট্র হিসেবে ঘোষণা করেছে উত্তর কোরিয়া। এজন্য দেশটিতে পাস হয়েছে নতুন আইন। এ আইন অনুযায়ী, আত্মরক্ষার প্রয়োজনে পরমাণু অস্ত্র ব্যবহারের সুযোগ রাখা হয়েছে বলে জানা গেছে। খবর রয়টার্সের।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

দেশটির সর্বোচ্চ নেতা কিম-জন-উন ঘোষণা দিয়েছেন, উত্তর কোরিয়ার পরমাণু শক্তিধর রাষ্ট্রের এ মর্যাদা আর কখনোই পরিবর্তন করা যাবে না। কোনো ধরনের পরমাণু নিরস্ত্রীকরণ আলোচনাও নাকচ করে দেন তিনি।

নতুন আইনে বলা হয়েছে- কেবল আক্রান্ত হলে নয়, হামলার হুমকি মোকাবেলায় নিজেরাও প্রথমে পরমাণু অস্ত্র ব্যবহার করা যাবে। পিয়ংইয়ং নতুন করে পরমাণু পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে, পশ্চিমা গোয়েন্দাদের এমন সতর্কবার্তার মধ্যেই নতুন এ আইন প্রণয়ন করলো উত্তর কোরিয়া।

প্রসঙ্গত, পশ্চিমা নিষেধাজ্ঞা উপেক্ষা করে, ২০০৬ থেকে ২০১৭ সালের মধ্যে ছয়টি পারমাণবিক পরীক্ষা চালায় উত্তর কোরিয়া।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/125727 ,   Print Date & Time: Friday, 29 August 2025, 03:48:25 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group