• হোম > ঢাকা | বিশেষ নিউজ > মাদারীপুরের ডাসারে নিখোঁজের ১৩ দিনেও সন্ধান মিলছে না হাফেজ গোলাম মাওলার

মাদারীপুরের ডাসারে নিখোঁজের ১৩ দিনেও সন্ধান মিলছে না হাফেজ গোলাম মাওলার

  • শনিবার, ১০ সেপ্টেম্বর ২০২২, ১৬:৫১
  • ১২৫২

ফাইল ছবি

কালকিনি(মাদারীপুর)প্রতিনিধিঃ

মাদারীপুরের ডাসার উপজেলার কাজী বাকাই ইউনিয়নের ৭নং ওয়ার্ড মরহুম মোঃ এস্কেন্দার আলী তালুকদারের মেঝ ছেলে হাফেজ গোলাম মাওলা ১৩দিন ধরে নিখোঁজ, সন্ধান না পেতে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন তার পরিবারটি।

গত ২৮শে আগষ্ট রবিবার থেকে খোঁজ হাফেজ গোলাম মাওলা।

স্থানীয় ও পারিবারিক সূত্র জানাগেছে, গত ২৮শে আগষ্ট,রবিবার ডাক্তার দেখানোর কথা বলে নিজবাড়ী থেকে ঢাকার উদ্দেশ্যে বের হন।এরপর দিন পেরিয়ে রাত গড়ালেও ফিরে আসেননি। পরে আত্মীয়-স্বজন, পাড়া প্রতিবেশীদের বাসায় খোঁজ নিয়েও কোন সন্ধান পাওয়া যায়নি। এসময় তার মোবাইল নাম্বারে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা হলেও তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

তার সন্ধান পেতে গোলাম মাওলার বড় ভাই সরোয়ার হোসেন তালুকদার নিখোঁজ এর কথা উল্লেখ করে ডাসার থানায় ১টি সাধারণ ডায়েরি করেন।আজ শনিবার নিখোজ হাফেজ গোলাম মাওলার পরিবার সাংবাদিকদের এ খবর নিশ্চিত করেন।

নিখোঁজ ওই ব্যক্তির বড় ভাই জনাব সরোয়ার হোসেন তালুকদার বলেন, আমরা সব আত্মীয়-স্বজনদের বাসায় খোঁজ নিয়েও তার সন্ধান পাচ্ছি না।তার ব্যবহৃত মোবাইল নাম্বারগুলোও বন্ধ পাওয়া যাচ্ছে। সন্ধান পাওয়ার প্রচেষ্টা চালাচ্ছি।প্রশাসনের সহায়তা পেতে ডাসার থানায় জিডি করা হয়েছে।

 

 


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/125767 ,   Print Date & Time: Saturday, 31 January 2026, 05:02:25 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group