• হোম > আন্তর্জাতিক > রানী এলিজাবেথের প্লাটিনাম জুবিলি: সাত দশকের দুর্লভ ছবি

রানী এলিজাবেথের প্লাটিনাম জুবিলি: সাত দশকের দুর্লভ ছবি

  • শনিবার, ১০ সেপ্টেম্বর ২০২২, ২০:৪৮
  • ৪২৮

সত্তর বছর রাজত্ব করার পর ব্রিটেনের সবচেয়ে দীর্ঘ মেয়াদী রাজশাসক রানি দ্বিতীয় এলিজাবেথ ব্যালমোরাল প্রাসাদে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯৬ বছর।

রানি এলিজাবেথের পুরো নাম আলেকজান্দ্রা মেরি উইন্ডসর। ১৯২৬ সালের ২১শে এপ্রিল লন্ডনের মেফেয়ার এলাকার বাড়িতে তিনি জন্মগ্রহণ করেন।

তিনি যে একসময় রানি হবেন একথা খুব কম লোকই তখন ধারণা করতে পেরেছিলেন।

রানি এলিজাবেথ ১৯৫২ সালে সিংহাসনে আসীন হন ২৭ বছর বয়সে এবং তার জীবদ্দশায় বিশাল সামাজিক পরিবর্তনের সাক্ষী হয়ে ছিলেন।

তার সত্তর বছরের শাসন আমলের অনেক দুর্লভ ছবি দিয়ে সাজানো হয়েছে এই তথ্যচিত্রটি।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/125776 ,   Print Date & Time: Monday, 10 November 2025, 08:38:21 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group