• হোম > সিলেট > হবিগঞ্জ গণঅধিকার পরিষদ পৌর শাখার আহবায়ক কমিটি অনুমোদন

হবিগঞ্জ গণঅধিকার পরিষদ পৌর শাখার আহবায়ক কমিটি অনুমোদন

  • রবিবার, ১১ সেপ্টেম্বর ২০২২, ১০:০৯
  • ৪৯২

হবিগঞ্জ গণঅধিকার পরিষদ পৌর শাখার আহবায়ক কমিটি অনুমোদন

মীর দুলাল( হবিগঞ্জ) জেলা প্রতিনিধি:

হবিগঞ্জে গণঅধিকার পরিষদ জেলা শাখার বিশেষ আলোচনা সভায় পৌর শাখার আহবায়ক কমিটি গঠনের জন্য নেতৃবৃন্দে মতামতের ভিত্তিতে পৌর শাখা অনুমোদন করা হয়।

শনিবার (১০সেপ্টেম্বর২২) ইং সন্ধ্যায় হবিগঞ্জ শহরের শায়েস্তানগরে গণঅধিকার পরিষদ কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গণঅধিকার পরিষদ হবিগঞ্জ জেলা কমিটির আহবায়ক ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক সিনিয়র আইনজীবী চৌধুরী আশরাফুল বারী নোমান ও জেলা শাখার সদস্য সচিব আবুল হোসেন জীবন স্বাক্ষরিত আহবায়ক কমিটি অনুমোদন করা হয়।

৫১ সদস্য বিশিষ্ট অনুমোদিত কমিটির আহবায়ক অ্যাডভোকেট আব্দুল মালেক হৃদয়,যুগ্ম আহবায়ক যথাক্রমে আব্দুল হক,আবুল কাশেম,এম দুলাল আহমেদও নিজাম উদ্দীন।

সদস্য সচিব -আবুল হাসিম,যুগ্ম সদস্য সচিব যথাক্রমে হুমায়ুন কবির,আব্দুর রহিম হোসেন (আরিফ,) ফজর আলী মুন্নাও মোঃ মোস্তাক মিয়া।

সভায় বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদ সদর থানা আহবায়ক এমএ রকিব জালাল, সদস্য সচিব জাকারিয়া মিয়া, নবীগঞ্জ সদর উপজেলা আহবায়ক রজব আলী, সদস্য সচিব নুরুল আমিন পাঠান,যুব অধিকার পরিষদ জেলা আহবায়ক তাওহিদ হাসান, সদস্য সচিব আনসার আলী ছাত্র অধিকার পরিষদ সভাপতি রাসেল আহমেদ, মাহদী হাসান, আঃ হান্নান পাটোয়ারীসহ নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে হবিগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের জেলা আহবায়ক চৌধুরী আশরাফুল বারী নোমান হবিগঞ্জ পৌর শাখার ৫১ সদস্য বিশিষ্ট কমিটি আগামী ৩ মাসের মধ্যে ৯টি ওয়ার্ড কমিটি গঠন করে সম্মেলনের মাধ্যমে পুর্ণাঙ্গ কমিটি অনুমোদন করার নির্দেশ প্রদান করেন।

তিনি বলেন, হবিগঞ্জ পৌর শাখা সাংগঠনিক ভাবে সুসংগঠিত হয়ে সাধারণ মানুষের অধিকার আদায়ের লক্ষ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/125782 ,   Print Date & Time: Friday, 30 January 2026, 03:09:30 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group