• হোম > আন্তর্জাতিক > ‘পিছু হটছে রুশ বাহিনী’

‘পিছু হটছে রুশ বাহিনী’

  • রবিবার, ১১ সেপ্টেম্বর ২০২২, ১১:১৭
  • ৪১৪

 ছবি: সংগৃহীত

ইউক্রেনীয় বাহিনীর অগ্রযাত্রার মুখে দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভ এলাকা থেকে পিছু হটছে রুশ বাহিনী। শনিবার (১০ সেপ্টেম্বর) রাতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ভিডিও ভাষণেও উঠে এসেছে নিজ দেশের এমন অগ্রযাত্রার কথা।

পলিটিকো’র এক প্রতিবেদনে বলা হয়, এই মাসের গোড়ার দিকে ইউক্রেনের সেনারা পাল্টা অভিযান শুরুর পর রাশিয়ার কাছ থেকে খারকিভের প্রায় দুই হাজার বর্গ কিলোমিটার এলাকা পুনরুদ্ধার করেছে কিয়েভ।

শনিবার সন্ধ্যায় দেয়া ভাষণে জেলেনস্কি বলেন, সেপ্টেম্বরের শুরু থেকে এই পর্যন্ত প্রায় দুই হাজার বর্গ কিলোমিটার এলাকা মুক্ত করা হয়েছে। ইউক্রেনের মাটিতে দখলদারদের কোনো স্থান নেই এবং কখনো হবেও না।

তিনি আরও বলেন, রুশ বাহিনী গত কয়েক দিনে ব্যাপকভাবে পিছু হটেছে। পালিয়ে যাওয়াটাই তাদের জন্য সবচেয়ে ভালো পথ।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/125804 ,   Print Date & Time: Thursday, 8 January 2026, 11:39:43 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group