• হোম > আন্তর্জাতিক > আমাকে জেলে পাঠালে পরিস্থিতি আরও বিপজ্জনক হবে: ইমরান খান

আমাকে জেলে পাঠালে পরিস্থিতি আরও বিপজ্জনক হবে: ইমরান খান

  • রবিবার, ১১ সেপ্টেম্বর ২০২২, ১১:২১
  • ৪১৩

 ছবি: সংগৃহীত

পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান জানিয়েছেন, সন্ত্রাসবাদের মামলায় তাকে জেলে পাঠানো হলে তিনি আরও বিপজ্জনক হয়ে উঠবেন।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) ইসলামাবাদের পুলিশ প্রধান এবং এক নারী বিচারকের বিরুদ্ধে কড়া সমালোচনার মামলার শুনানিতে অংশ নেয়ার পর সাংবাদিকদের তিনি এ সব কথা বলেন।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার ইমরান খান কড়া নিরাপত্তার মধ্যে ইসলামাবাদ হাইকোর্টে পৌঁছান। সেদিন দুপুর থেকে শত শত নিরাপত্তা বাহিনীর সদস্যকে হাইকোর্টে মোতায়েন করা হয়। সন্ত্রাসবাদ মামলার শুনানিতে ইসলামাবাদ হাইকোর্টের বাইরে পুলিশের ভারী মোতায়েন দেখে নিজের বিরক্তির কথা জানিয়েছেন ইমরান খান।

তবে আদালতের শুনানি নিয়ে সাংবাদিকদের বেশি কিছু বলতে রাজি ছিলেন না পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী। তিনি বলেন, তার বক্তব্যে কোর্টের ভুল ধারণা হতে পারে। এ বিষয়ে শুনানির পর কথা বলবেন বলে জানান। সাবেক এই প্রেসিডেন্ট আগামী ১২ সেপ্টেম্বর পর্যন্ত আগাম জামিনে আছেন।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/125806 ,   Print Date & Time: Tuesday, 1 July 2025, 03:21:02 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group