• হোম > অর্থনীতি > ফ্যামিলি কার্ডে টিসিবির পণ্য বিক্রি শুরু সোমবার

ফ্যামিলি কার্ডে টিসিবির পণ্য বিক্রি শুরু সোমবার

  • রবিবার, ১১ সেপ্টেম্বর ২০২২, ১৪:১৩
  • ৪০০

 ছবি: সংগৃহীত

দেশে নিত্যপ্রয়োজনীয় কিছু খাদ্য দ্রব্যের দাম বাড়তে থাকায় সংসার চালাতে হিমশিম খাচ্ছেন সীমিত আয়ের মানুষ। ওইসব সীমিত আয়ের মানুষ যেন কম দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য ক্রয় করতে পারেন, সে জন্য ফ্যামিলি কার্ডের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি কার্যক্রম শুরু করছে টিসিবি।

কিছুদিন বিরতির পর সোমবার (১২ সেপ্টেম্বর) ফের ফ্যামিলি কার্ডের মাধ্যমে সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি কার্যক্রম শুরু করবে।

শনিবার (১০ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায় রোববার সকালে রাজধানীর তেজগাঁও বেগুনবাড়ি এলাকায় পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন করবেন বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব তপন কান্তি ঘোষ।

টি‌সি‌বি সূ‌ত্রে জানা গে‌ছে, ফ্যামিলি কার্ড দিয়ে ভ্রাম্যমাণ ট্রাক থেকে একজন ক্রেতা ৫৫ টাকা কেজি দরে সর্বোচ্চ ২ কেজি চিনি, ৬৫ টাকা কেজি দরে ২ কেজি মসুর ডাল, ১১০ টাকা দরে ২ লিটার সয়াবিন তেল ও ৩০ টাকা কেজি দ‌রে ২ থেকে ৫ কেজি পেঁয়াজ কিনতে পারবেন।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/125826 ,   Print Date & Time: Tuesday, 21 October 2025, 02:45:05 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group