• হোম > রাজশাহী > জয়পুরহাটে ব্যাংক ব্যবস্থাপকের বদলীর প্রতিবাদে গ্রহকদের মানববন্ধন

জয়পুরহাটে ব্যাংক ব্যবস্থাপকের বদলীর প্রতিবাদে গ্রহকদের মানববন্ধন

  • সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২, ০৯:৫১
  • ৪৪৭

জয়পুরহাটে ব্যাংক ব্যবস্থাপকের বদলীর প্রতিবাদে গ্রহকদের মানববন্ধন

রাকিবুল হাসান রাকিব,জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাট কৃষি উন্নয়ন ব্যাংকের দোগাছি শাখার ব্যবস্থাপক মেহেদী হাসানকে বদলীর প্রতিবাদে মানব বন্ধন ও বিক্ষোভ মিঝিছল করেছে গ্রহকরা। রোববার দুপুরে সদর উপজেলার কুঠিবাড়ি এলাকায় ব্যাংক কার্যালয়ের সামনের রাস্তায় প্রায় ঘন্টা ব্যাপী মানব বন্ধন কর্মসূচি পালন করেন দুই শতাধিক গ্রাহক।

মানববন্ধনে অংশ গ্রহনকারী গ্রাহকরা জানান, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের জয়পুরহাট সদর উপজেলার দোগাছি শাখায় যোগদানের পর এলাকার দরিদ্র দোকানী, ক্ষুদ্র ব্যবসায়ী ও স্থানীয় কৃষকরা করোনা পরবর্তীকালে দুরাবস্থায় পতিত হন। এরই মাঝে এই ব্যাংক শাখায় যোগদানের পর শাখা ব্যবস্থাপক এলাকার অসহায় এসব মানুষদের হয়রানীমুক্ত ক্ষুদ্র ঋণ সহায়তা ও পরামর্শ দিয়ে তাদের অর্থনৈতিক স্বচ্ছলতা ফিরিয়ে আনতে নিরলশ সহযোগীতা করে যাচ্ছেন। কিন্তু গত বছরের ১০ আগষ্ট এ ব্যাংক শাখায় যোগদান করা ব্যবস্থাপক মেহেদী হাসানকে অল্প সময়ের ব্যবধানে অন্যত্র বদলী করায় এই এলাকার দরিদ্র গ্রাহকরা অনিশ্চয়তার মধ্যে পরবেন। তাই তার বদলীর আদেশ প্রত্যাহারের দাবীতে অসহায় গ্রহকসহ এলাকাবাসী বিক্ষোভ প্রদর্শন করছেন বলেও জানান তারা।

ব্যাংকের ব্যবস্থাপক মেহেদী হাসান বলেন আমি কৃষি উন্নয়ন ব্যাংকের দোগাছি শাখার ব্যবস্থাপক ছিলাম।আমি মৌখিকভাবে বদলীর আদেশ পেয়েছি। অফিসিয়াল ভাবে ডাকযোগে কোন চিঠি বা ই-মেইল পাইনি। প্রশাসনের বাইরে আমি নই।আমার উর্দ্ধতন কতৃপক্ষ যা সিদ্ধান্ত নিবে তা আমি মেনে নিব।মানববন্ধনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন আমার চাকুরির বয়স ১ বছর।এই অল্প সময়ে আমার প্রতি যে তাদের ভালবাসা তাতে আমি কৃতজ্ঞ। আমার প্রতি ভালবাসার জন্যই গ্রাহকরা মানববন্ধন করেছে।

 


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/125844 ,   Print Date & Time: Monday, 26 January 2026, 08:04:14 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group