• হোম > খুলনা > নড়াইলে ৩ লাখ টাকা যৌতুক মামলায় স্বামীর বেকসুর খালাস

নড়াইলে ৩ লাখ টাকা যৌতুক মামলায় স্বামীর বেকসুর খালাস

  • সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২, ১০:১০
  • ৩৬৪

নড়াইলে ৩ লাখ টাকা যৌতুক মামলায় স্বামীর বেকসুর খালাস

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:

নড়াইলে যৌতুক মামলায় বেকসুর খালাস পেয়েছেন কালিয়া উপজেলার দেবীপুর গ্রামের চা দোকানি আতাউর শেখ (৩৯)। রোববার (১১ সেপ্টেম্বর) দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হেলাল উদ্দিনের আদালতে জামিন পান তিনি। আতাউর দেবীপুর গ্রামের ফুলমিয়া শেখের ছেলে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, মামলার বিবরণে জানা যায়, ২০২২ সালের ২৬ মার্চ কালিয়ার নওয়াগ্রামের নজরুল মোল্যার মেয়ে হাজেরা বিবি (২৬) বাদী হয়ে স্বামী আতাউর শেখের বিরুদ্ধে আদালতে তিন লাখ টাকা যৌতুক মামলা দায়ের করেন।

বাদীপক্ষ মামলাটি প্রমাণ করতে না পারায় বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হেলাল উদ্দিন আসামি আতাউরকে বেকসুর খালাস প্রদান করেন। আসামিপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট কাজী জিয়াউর রহমান।

আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করে আতাউর শেখ বলেন, বিনা কারণে আমাকে ফাঁসানোর জন্য হাজেরা বিবি যৌতুকের মামলা দিয়েছিল। মামলাটি ঠিক ভাবে নিষ্পত্তি হয়েছে। আমি ন্যায় বিচার পেয়েছি। আমার দুই শিশু সন্তানকে (নয় ও তিন বছর) ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে চাই।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/125852 ,   Print Date & Time: Wednesday, 17 September 2025, 07:29:26 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group