• হোম > খেলা > উত্থান-পতন থেকে যত দ্রুত ভুল শুধরে নেয়া যাবে, ততই ভালো: বাবর আজম

উত্থান-পতন থেকে যত দ্রুত ভুল শুধরে নেয়া যাবে, ততই ভালো: বাবর আজম

  • সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২, ১০:৫৬
  • ৪৪৬

 ছবি: সংগৃহীত

এশিয়া কাপে হার না মানা শ্রীলঙ্কার কাছে হেরে রানারআপ হয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে পাকিস্তানকে। ম্যাচের পর পাকিস্তান অধিনায়ক বাবর আজম বলেন, উত্থান-পতন থেকে যত দ্রুত ভুল শুধরে নেয়া যাবে, ততই ভালো। তবে ভুলের পরিমাণ এখনও অনেক বেশি। সেগুলো কমাতে হবে।

চ্যাম্পিয়নদের অভবাদন জানিয়ে বাবর আজম বলেন, প্রথমেই অভিনন্দন জানাই শ্রীলঙ্কাকে। তারা সত্যিই দারুণ খেলেছে। আমরা যেভাবে ম্যাচটা শুরু করেছিলাম, তারপর শ্রীলঙ্কার ফিরে আসাটা অসাধারণ। পিচ ভালো ছিল। এখানে আমরা ভালোই খেলি। তবে ব্যাটিংয়ে সামর্থ্য অনুযায়ী খেলতে পারিনি।

১৫-২০ রান কি বেশিই হজম করেছিল পাকিস্তান, এমন প্রশ্নের জবাবে পাকিস্তান অধিনায়ক বলেন, আমরা যেভাবে বোলিং শেষ করতে চেয়েছিলাম তা পারিনি। তবে এই আসর থেকে ইতিবাচক অনেক কিছুই নিয়ে যাচ্ছি আমরা। আজ আমাদের ফিল্ডিং ভালো হয়নি। ব্যাটিংয়েও মিডল অর্ডার পারেনি ম্যাচ শেষ করতে। তবে ব্যক্তিগত কিছু পারফরমেন্স ভালো হয়েছে। রিজওয়ান, নওয়াজ, শাদাব ও নাসিমের কথা বলতে হয়। যেভাবে নাসিম নিজেকে মেলে ধরেছে তা সত্যিই দুর্দান্ত।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/125868 ,   Print Date & Time: Thursday, 4 September 2025, 04:47:17 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group