• হোম > আন্তর্জাতিক > চাল রপ্তানিতে ভারতের নতুন সিদ্ধান্ত

চাল রপ্তানিতে ভারতের নতুন সিদ্ধান্ত

  • সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২, ১১:২১
  • ৪৩৭

 ছবি: সংগৃহীত

গত কয়েক মাসে ভারতে চালের দাম বেড়ে যাওয়ার বাজার নিয়ন্ত্রণে নতুন সিদ্ধান্ত নিয়েছে দেশটি। ভাঙা চাল বা খুদ রপ্তানিতে নিষেধাজ্ঞা এবং অন্যান্য চাল রপ্তানিতে ২০ শতাংশ শুল্ক বসিয়েছে দেশটি।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, অভ্যন্তরীণ বাজারে চালের দাম ও সরবরাহ ঠিক রাখতে এ পদক্ষেপ নিয়েছে ভারত। এর ফলে ৪ মিলিয়ন টনের রপ্তানি আটকে গেছে। নতুন করে রপ্তানিও কমবে। সেক্ষেত্রে দেশটির বাজারে দাম কমার সম্ভাবনা রয়েছে।

জানা গেছে, বিশ্বে ১৫০টি দেশে চাল রপ্তানি করে ভারত। দেশটির নতুন বিধিনিষেধে খাদ্যের বাজারে চাপ বাড়তে পারে। এতে বিশ্বের বিভিন্ন দেশে চালের দাম বাড়তে পারে।

উল্লেখ্য, চিনের পরে ভারতেই সবচেয়ে বেশি চাল উৎপন্ন হয়। গোটা বিশ্বের চালের বাজারের ৪০ শতাংশই রয়েছে ভারতের দখলে।

সূত্র : রয়টার্স, এইসময়


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/125878 ,   Print Date & Time: Friday, 29 August 2025, 06:38:30 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group