• হোম > বিনোদন > ছোটবেলায় যৌন নির্যাতন হওয়া নিয়ে মুখ খুললেন অক্ষয়!

ছোটবেলায় যৌন নির্যাতন হওয়া নিয়ে মুখ খুললেন অক্ষয়!

  • সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২, ১১:৩৩
  • ৩৫৬

 ছবি: সংগৃহীত

বলিউডের অন্যতম ‘হিট ম্যান’ অক্ষয় কুমার। সুপারস্টার ‘খিলাড়ি’ তিনি একাই। এখনও যিনি নিজেকে ফিট রেখে অনবদ্য অভিনয় করে যাচ্ছেন। যার বেশির ভাগই বলিউডের বক্স অফিস কাঁপিয়ে দিচ্ছে।

তবে সম্প্রতি ভারতীয় এক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি তার ছোটবেলার কথা বলেন। সেখানে তিনি ছোটবেলায় যৌন হেনস্থার শিকার হয়েছিলেন বলে জানান এবং সেই ভয়ঙ্কর ঘটনাও বেশ কয়েকবার প্রকাশ্যেও বলেছিলেন।

২০১৭ সালে মুম্বাইয়ে মানবপাচার নিয়ে এক আন্তর্জাতিক আলোচনাচক্রে যোগ দিয়ে অতীতে নিজের জীবনে ঘটে যাওয়া সেই ঘটনার বিস্তারিত খুলে বলেন তিনি।

অক্ষয় কুমার তখন বলেন, ‘আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। আমি এক ভিন্ন অভিজ্ঞতার কথা বলছি। তখন আমার বয়সে ছোট। একদিন লিফটম্যান আমাকে খারাপভাবে স্পর্শ করেছিলেন। যেই স্পর্শটা আমার কাছে মোটেও ভালো লাগেনি। আমার বাবা-মার সঙ্গে আমি সহজেই মিশতে পারতাম এবং তারা আমার কথা বিশ্বাস করেছিল, তাই এ কথা তাদের জানিয়েছিলাম। পরে ওই ব্যক্তিকে আমাদের এখানে খুঁজে না পেলেও অন্য এক জায়গায় ধরা পড়েন। তখন সবাই জানতে পারে, প্রায়শই এ ধরনের আচরণ করতেন ওই ব্যক্তি।’

তিনি আরও বলেন, ‘সব সময় মনে রাখবেন, সন্তানরা যাতে সব কথা তাদের বাবা-মাকে বলতে পারে, এটা সব অভিভাবকের দেখা উচিত। সন্তানদের কথা মন দিয়ে শোনা উচিত। তাহলেই এ ধরনের অপরাধীকে দ্রুত চিহ্নিত করা সম্ভব হয়ে ওঠে। নয়তো সম্ভব হয়ে ওঠে না। এরা মানসিকভাবে অসুস্থ হয়ে ওঠে; যা আপনার সন্তানের জন্যই অমঙ্গল।’

সূত্র : দ্য হিন্দুস্তান টাইমস


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/125884 ,   Print Date & Time: Monday, 1 September 2025, 07:36:35 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group