• হোম > আওয়ামীলীগ > বারবার মামা বাড়ির আবদার নিয়ে হাজির হন ফখরুল : কাদের

বারবার মামা বাড়ির আবদার নিয়ে হাজির হন ফখরুল : কাদের

  • সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২, ১৫:১৯
  • ৪১৩

 ফাইল ছবি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বারবার মামা বাড়ির আবদার নিয়ে হাজির হন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সোমবার (১২ সেপ্টেম্বর) গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

কাদের বলেন, মির্জা ফখরুল আবারও সরকারের পদত্যাগ দাবি করে তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের কথা বলেছেন। বারবার মামা বাড়ির আবদার নিয়ে হাজির হন তিনি।

তিনি বলেন, সরকার কেন পদত্যাগ করবে? জনগণ আওয়ামী লীগকে পাঁচ বছরের জন্য দায়িত্ব দিয়েছে। মেয়াদ শেষে যথা সময়ে সংবিধানসম্মতভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন ছাড়া সরকার পরিবর্তনের কোনো সুযোগ নেই। নির্বাচনে আসুন, এর মাধ্যমেই নির্ধারিত হবে কে ক্ষমতায় থাকবে আর কে থাকবে না।

ওবায়দুল কাদের বলেন, পুলিশকে এখন নতুন করে প্রতিপক্ষ বানাচ্ছে বিএনপি। ‌‘পুলিশ বাহিনীর বিরুদ্ধেও নিষেধাজ্ঞা আসতে পারে’ মির্জা ফখরুল যে হুঁশিয়ারি দিয়েছেন- এর থেকেই প্রমাণ হয়, তারাই তথাকথিত নিষেধাজ্ঞা ষড়যন্ত্রের হোতা।

তিনি বলেন, বিএনপি র‍্যাবের কতিপয় কর্মকর্তার বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞার জন্য লবিস্ট নিয়োগ করেছিল। এখন তারা পুলিশ বাহিনীকেও হুমকি-ধমকি দিচ্ছে।

আওয়ামী লীগের এই নেতা বলেন, বিএনপি আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টি করবে, পুলিশের ওপর হামলা করবে আর পুলিশ কি চেয়ে থাকবে? রাষ্ট্রের জনগণ ও জানমালের নিরাপত্তা রক্ষায় পুলিশ কি বিধিবদ্ধ দায়িত্ব পালন করবে না?


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/125907 ,   Print Date & Time: Wednesday, 29 October 2025, 03:50:44 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group