• হোম > সিলেট > হবিগঞ্জ হাইওয়ে রোডে তাজপরিবহন-কাবার্ড ভ্যান মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আহত ২০

হবিগঞ্জ হাইওয়ে রোডে তাজপরিবহন-কাবার্ড ভ্যান মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আহত ২০

  • মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২, ০৯:৪১
  • ৯৪৬

তাজপরিবহন-কাবার্ড ভ্যান মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আহত ২০

মীর দুলাল (হবিগঞ্জ) জেলা প্রতিনিধি

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর ইউনিয়নের নছরত পুর কাঠাল তলী নামক স্থানে যাত্রীবাহি তাজ পরিবহন যাত্রী বাহি বাস ও কাবার্ড ভ্যান সংঘর্ষে হোসাইন মিয়া নামে এক যুবক নিহত হয়েছেন।

এক ঘটনায় প্রায় আহত হয়েছেন ২০জন যাত্রী।

সোমবার ( ১২ সেপ্টেম্বর২২)ইং ১টা ৪৫ মিঃ দিকে ঢাকা-সিলেট মহাসড়কে এদুর্ঘটনাটি ঘটে।

নিহত ব্যক্তি হবিগঞ্জ সদর উপজেলার এড়ালিয়া গ্রামের মোঃ হোসাইন মিয়া (৪৩)!

প্রাথমিক ভাবে আহতদের নাম পরিচয় জানা যায়নি।

স্থানীয় লোকজন ও ফায়ার কর্মীরা আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, তাজ পরিবহণের একটি বাস সিলেট যাবার পথে বিপরীতদিক থেকে আসা একটি কাবার্ড ভ্যা অন্য আরেকটি গাড়ীকে ওভারটেক করার সময় বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ও স্থানীয় লোকজন উদ্ধার কাজ করেন।

এসময় ঢাকা-সিলেট মহাসড়ক সাময়িক সময়ের জন্য যানচলাচল বন্ধ হয়ে যায়।

শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের সাব স্টেশন অফিসার ইব্রাহিম শেখ বিষয়টি নিশ্চিত করে জানান,

আশক্সকাজনক অবস্থায় তিন জনকে হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

গুরুতর আহত দের হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছেন।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/125929 ,   Print Date & Time: Saturday, 2 August 2025, 05:04:04 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group