• হোম > গণমাধ্যম | সিলেট > হবিগঞ্জে সাংবাদিকদের উপর হামলাকারীকে গ্রেফতার করেছে পুলিশ

হবিগঞ্জে সাংবাদিকদের উপর হামলাকারীকে গ্রেফতার করেছে পুলিশ

  • মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২, ০৯:৫৪
  • ২০৩৬

সাংবাদিকদের উপর হামলাকারীকে গ্রেফতার করেছে পুলিশ

মীর দুলাল (হবিগঞ্জ) জেলা প্রতিনিধি

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ভূ-পর্যটক রামনাথ বিশ্বাসের বাড়িতে গিয়ে অবৈধ দখলধারদের হামলার শিকার হন বিডি নিউজ টোয়েন্টিফোরের এডিটর রাজীব নূরসহ চার সাংবাদিক।হামলাকারী ওয়াহিদ মিয়া এ সময় সাংবাদিকদের হাতে থাকা মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে যায়।

এ ঘটনায় মামলা দায়ের করা হয়।বানিয়াচং থানা পুলিশের একটি দল, মোঃ ওয়ালিদ (২৭) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১২ সেপ্টেম্বর ২২) ইং সন্ধ্যায় বানিয়াচংয়ের চানপাড়া এলাকায় ওয়ালিদের শ্বশুর বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মো. ওয়ালিদ চানপাড়া (বিদ্যাভুষণ পাড়া) মহল্লার আব্দুল ওয়াহেদের ছেলে।

রোববার বিকেল সাড়ে ৪টার দিকে হামলার ঘটনা ঘটে।এতে আহত হন সাংবাদিক রাজীব নূর, বানিয়াচং প্রেসক্লাব সভাপতি মোশাহিদ মিয়া, হবিগঞ্জ সমাচার’র স্টাফ রিপোর্টার তৌহিদ মিয়া ও দেশসেবার বানিয়াচং প্রতিনিধি আলমগীর রেজা।

পরে এ ঘটনায় রোববার রাতেই সাংবাদিক তৌহিদ মিয়া বাদি হয়ে দখলধার আব্দুল ওয়াহেদ, তার ছেলে ওয়ায়েছ, ওয়ালিদ ও ওয়াসিফের বিরুদ্ধে বানিয়াচং থানায় একটি মামলা দায়ের করেন।

সাংবাদিক রাজীব নূর বলেন, ‘ভূ-পর্যটক রামনাথ বিশ্বাস একজন খ্যাতিনামা পর্যটক। তিনি বাইসাইকেল দিয়ে বিশ্ব ভ্রমণ করেছেন। এছাড়া তিনি ভ্রমণ নিয়ে অনেক লেখাও লিখেছেন। তার বাড়ি হবিগঞ্জের বানিয়াচং উপজেলার বিদ্যাভুষণ পাড়ায়।আব্দুল ওয়াহেদ তার বাড়িটি দখল করে রেখেছেন।

বানিয়াচং প্রেসক্লাবের সভাপতি মোশাহিদ মিয়া বলেন, ‘আমরা বাড়িতে যাওয়া মাত্রই উত্তেজিত হয়ে ওঠেন। এক পর্যায়ে লাঠিসোটা নিয়ে ওয়াহিদ ও তার ছেলেরা হামলা চালায়।

বানিয়াচং থানার (ওসি) অজয় চন্দ্র দেব জানান, সাংবাদিকের উপর হামলার ঘটনায় ওয়ালিদ নামে একজনকে আটক করা হয়েছে। সে বর্তমানে থানা হেফাজতে রয়েছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/125931 ,   Print Date & Time: Tuesday, 15 July 2025, 12:26:09 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group