• হোম > খেলা > ভারতের কাছে হেরে বাংলাদেশের বিদায়

ভারতের কাছে হেরে বাংলাদেশের বিদায়

  • মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২, ১০:৩৫
  • ৪৬৯

 ছবি: সংগৃহীত

সাফ অনূর্ধ্ব-১৭ ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমিতে ভারতের কাছে হেরে বিদায় নিয়েছে বাংলাদেশ দল। সোমবার কলম্বোর সেকোর্স স্টেডিয়ামে বাংলাদেশকে ২-১ গোলে পেছনে ফেলে ফাইনালে উঠেছে ভারত। তাদের দুটি গোলই করেছেন থাংলালসুন গ্যাংটে।

ফাইনালে ওঠার লড়াইয়ে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে বাংলাদেশ। একাধিক সুযোগ তৈরি করেও ফিনিশিংয়ের অভাবে গোল পায়নি। নবম মিনিটে লং শটে লক্ষ্যভেদের চেষ্টা করে ব্যর্থ হন নাজমুল হুদা ফয়সাল।

সময় গড়াতে আক্রমণের ধার বাড়ে ভারতের। ১৬তম মিনিটে প্রথম সুযোগ আসে তাদের। সতীর্থের বাড়ানো বলে হেডটা গোলমুখে রাখতে পারেননি থাংলালসুন গ্যাংটে। দুদলই কিছু সহজ সুযোগ নষ্ট করায় গোলশূন্য ব্যবধানে শেষ হয় প্রথমার্ধ।
দ্বিতীয়ার্ধের ৫১ মিনিটে লিড পেয়ে যায় ভারত। ডি-বক্সের বাইরে থেকে দারুণ শটে জালে বল জড়ান গ্যাংটে। পিছিয়ে পড়ে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে বাংলাদেশ। তাতে দুর্বল হয়ে পড়ে ইমরানদের রক্ষণ। সুযোগটা কাজে লাগান গ্যাংটে।

ম্যাচের ৫৯ মিনিটে লাল-সবুজদের জালে দ্বিতীয়বার বল জড়ান ভারতীয় এ ফরোয়ার্ড। ৬১তম মিনিটে মিরাজুলকে ফাউল করায় পেনাল্টি পেয়ে যায় বাংলাদেশ। স্পট কিকে গোল করতে ভুল করেননি মিরাজুল। ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় সেটি যথেষ্ট হয়নি বাংলাদেশের জন্য। ফলাফল হার, টুর্নামেন্ট থেকে বিদায়!


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/125950 ,   Print Date & Time: Tuesday, 16 December 2025, 02:54:17 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group