• হোম > আওয়ামীলীগ > বানরের হাতে কলা ভাগ করতে দেব না : শাজাহান খান

বানরের হাতে কলা ভাগ করতে দেব না : শাজাহান খান

  • মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২, ১১:০৫
  • ৪২০

 ছবি: সংগৃহীত

বিএনপি ও জামায়াতের কঠোর সমালোচনা করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মো. শাজাহান খান এমপি বলেছেন, আমরা বানরের হাতে কলা ভাগ করতে দেব না। বাংলাদেশের জনগণও তা দেবে না।

সোমবার (১২ সেপ্টেম্বর) বিকেলে লক্ষ্মীপুর শহরের বালিকা বিদ্যানিকেতন স্কুল মাঠে জেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির ছাত্র সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শাজাহান খান বলেন, তাদের মনের ব্যথা, মনের জ্বালা কেন ক্ষমতায় যেতে পারবে না, এখন ‘টেক ব্যাক বাংলাদেশ স্লোগান’ দিয়েছে, ট্যাক ব্যাক বাংলাদেশ মানে বাংলাদেশকে ফিরিয়ে দাও, কাদের হাতে ওদের হাতে। আমরা কি বানরের হাতে কলা ভাগ করে দেব? না, তা দেব না।

তিনি বলেন, নির্বাচনের মধ্য দিয়ে এ সরকার ক্ষমতায় এসেছে। আগামী নির্বাচনেও আমরা বিশ্বাস করি বাংলার জনগণ যদি উন্নয়ন চায়, স্বাধীনতাবিরোধীদের বিচার চায়, বিশ্বের দরবারে উন্নত রাষ্ট্র হিসেবে দেশকে দেখতে চাই; তাহলে আগামী নির্বাচনেও নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনা সরকারকে ক্ষমতায় আনবে।

বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র সকল মুজিব সৈনিকরা ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে হবে বলে উল্লেখ করে আওয়ামী লীগের এই নেতা বলেন, কেউ কেউ বলেন-‘ তিন দিনের মধ্যে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হবে।’ আওয়ামী লীগ সংকট-সংগ্রামের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হওয়া দল। এর শিকড় অনেক গভীরে। ইচ্ছা করলেই উপড়ে ফেলা যাবে না।

এদিন সদর থানা ও সরকারি কলেজ ছাত্রলীগের আয়োজনে অনুষ্ঠানে সদর থানা ছাত্রলীগের সভাপতি তারেক মাহমুদের সভাপতিত্ব করেন। এ সময় আরও বক্তব্য রাখেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, সভাপতি গোলাম ফারুক পিঙ্কু, জেলা ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম রকি, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ভূঁইয়া প্রমুখ।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/125962 ,   Print Date & Time: Sunday, 25 January 2026, 11:19:27 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group