• হোম > আইন-অপরাধ | রংপুর > হত্যার ২৫ দিন পর ডোমারে হত্যাকারীর বিচারের দাবীতে মানববন্ধন, বিক্ষোভ ও সড়ক অবরোধ

হত্যার ২৫ দিন পর ডোমারে হত্যাকারীর বিচারের দাবীতে মানববন্ধন, বিক্ষোভ ও সড়ক অবরোধ

  • মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২, ১৬:৩৭
  • ৪৮৫

ডোমারে হত্যাকারীর বিচারের দাবীতে মানববন্ধন, বিক্ষোভ ও সড়ক অবরোধ

শাহিনুর রহমান, নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডোমার উপজেলায় অটো-রিক্সাসহ নিখোঁজ স্কুল ছাত্র আরিফ হত্যার ২৫ দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কোন আসামী গ্রেফতার হয় নাই। হত্যাকারীদের গ্রেফতার করে দ্রুত বিচারের দাবীতে নীলফামারীর ডোমার-ডিমলা সড়কে ডোমার বহুমূখী উচ্চ বিদ্যালয়ের সামনে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে পরিবার, এলাকাবাসী ও সহপাঠিরা। মঙ্গলবার (১৩ সেপ্টম্বর) দুপুরে কর্মসুচিগুলো পালন করা হয়েছে।

এসময় আরিফের মা তফিনা বেগম, সুসাশনের জন্য নাগরিক (সুজন) এর সাধারণ সম্পাদক গোলাম কুদ্দুস আইয়ুব, পৌরসভার প্যানেল মেয়র সেলিম রেজা, সহপাঠি আলিফ হোসেন প্রমূখ বক্তব্য রাখেন।

আরিফের মা তফিনা বেগম কাঁদকে কাঁদতে বলেন, আমার ছেলের হত্যার ২৫ দিন পার হলো। এখনো কোন আসামী গ্রেফতার হলো না। দ্রুত হত্যাকারীদের গ্রেফতার করে ফাঁসীর দাবী করেন তিনি। তিনি আরো বলেন, হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি হলে আমার মতো আর কোন মায়ের কোল খালি হবে না।

অন্যান্য বক্তরা বলেন, আরিফ হত্যার বিচারের এখন পর্যন্ত চোখে পড়ার মতো কোন কার্যক্রম দেখা যায়নি। তারা দ্রুত হত্যাকারীদের গ্রেফতার করে বিচারের দাবী করেন।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী জানান, বিষয়টি সব্বোর্চ গুরুত্ব দিয়ে তদন্ত চলছে। আশাকরি আসামীদের দ্রুত গেফতার করা হবে।

প্রসঙ্গত, নীলফামারীর ডোমারে গত গত ১৯ আগষ্ট বিকালে বাবার অটো রিক্সা নিয়ে বের হয়ে নিঁখোজ হয় অষ্টম শ্রেনীর ছাত্র মোঃ আরিফ হোসেন (১৪)। এর সাত দিন পর ২৬ আগষ্ট বিকাল সাড়ে পাঁচ টার দিকে উপজেলার সদর ইউনিয়নে মাঝাপাড়া এলাকার ধান ক্ষেতের পাশে^ একটি পাকা ডিপসেচ পাম্প ঘর হতে পুলিশ, ডিবি, সিআইডি তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে। পরদিন আরিফের বড় বোন ঝরনা আক্তার কেয়া বাদী ডোমার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

 


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/125996 ,   Print Date & Time: Saturday, 2 August 2025, 07:26:10 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group