• হোম > আইন-অপরাধ > পাঁচবিবিতে ফেন্সিডিলসহ গ্রেফতার ২

পাঁচবিবিতে ফেন্সিডিলসহ গ্রেফতার ২

  • মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২, ১৬:৪৩
  • ৪৪৬

পাঁচবিবিতে ফেন্সিডিলসহ গ্রেফতার ২

জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবিতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পাঁচবিবি থানা পুলিশ। মঙ্গলবার (১৩ সেপটেম্বর) সকাল ১১টায় উপজেলার আটাপুর দিবারপুর এলাকায় ভারতীয় ৪৫ বোতল ফেন্সিডিলসহ হাতেনাতে গ্রেফতার করা হয় তাদের।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার রামভদ্রপুর গ্রামের নওশাদের ছেলে এনায়েত (২১), দিনাজপুর হাকিমপুর মহাড়া পাড়া গ্রামের মোঃ সিরাজুল ইসলামের ছেলে জাহিদ হাসান (২৮)।

গোপন সংবাদের ভিত্তিতে পাঁচবিবি থানার এসআই আনিছুর রহমান সঙ্গীয় ফোর্সসহ তার সরিলে তল্লাশী করলে ফেন্সিডিলগুলো উদ্ধার হয়। এসময় মাদকগুলো উদ্ধারসহ দুই`জনকে হাতেনাতে গ্রেফতার করে থানা পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, দীর্ঘদিন ধরে জয়পুরহাটসহ বিভিন্ন এলাকায় মাদক ক্রয়-বিক্রয় করতেন৷ পরে মাদক আইনের মামলায় গ্রেফতারকৃতদের কারাগারে প্রেরণ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন পাঁচবিবি থনার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি পলাশ চন্দ্র।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/125998 ,   Print Date & Time: Saturday, 31 January 2026, 05:47:52 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group