• হোম > আইন-অপরাধ > বাবা মাকে শারীরিক নির্যাতনের দায়ে ছেলেকে ৬ মাসের কারাদণ্ড প্রদান

বাবা মাকে শারীরিক নির্যাতনের দায়ে ছেলেকে ৬ মাসের কারাদণ্ড প্রদান

  • বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২, ০৯:৪৪
  • ৩৬৫

বাবা মাকে শারীরিক নির্যাতনের দায়ে ছেলেকে ৬ মাসের কারাদণ্ড প্রদান

মীর দুলাল (হবিগঞ্জ) জেলা প্রতিনিধি:

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কালিয়ার ভাংগা গ্রামের বাবা মাকে শারীরিক আঘাত ও নির্যাতনের অপরাধে ছেলেকে আটক করে ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন উপজেলা প্রশাসন।

মা বাবাকে চরম অপমান ও শারীরিক আঘাত ও ভয় দেখিয়ে টাকা আদায়, নিয়মিত অমানবিক আচরণকরতেন বলে জানা যায়।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর ২২) ইং সন্ধ্যায় নবীগঞ্জ উপজেলা প্রশাসনের অভিযানে এ রায় প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহি উদ্দিন ।

দণ্ডবিধি ১৮৬০ এর ৩৫৫ ধারার অপরাধের দায়ে মোবাইল কোর্ট আইন ২০০৯ এর ৭(২) ধারা অনুযায়ী দোষী সাব্যস্ত করে উজ্জ্বল মিয়া (২৫), পিতা মজিবর রহমান, সাং কালিয়ার ভাঙা, নবীগঞ্জ কে ৬(ছয়) মাস বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়।

আইনশৃঙ্খলা রক্ষা ও প্রসিকিউশন সহায়তা প্রদান করেন নবীগঞ্জ থানা এস আই নাঈম এর চৌকস পুলিশ সদস্যগণ। এহন জঘন্য অপরাধ দমনে প্রশাসন বদ্ধ পরিকর।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/126020 ,   Print Date & Time: Friday, 9 May 2025, 04:50:56 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group