• হোম > জাতীয় | শিক্ষাঙ্গন > কাল শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা

কাল শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা

  • বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২, ১১:৩০
  • ৪২৬

 প্রতীকী ছবি

কাল থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। চলবে ১ অক্টোবর পর্যন্ত। পরীক্ষার জন্য ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন শিক্ষার্থী নিবন্ধন করেছে। পরীক্ষা শেষ হওয়ার পরবর্তী ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের কথা রয়েছে।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, সফলভাবে পরীক্ষা গ্রহণ সম্পন্ন করতে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে।

প্রথম দিন বাংলা প্রথমপত্র দিয়ে শুরু হবে এবারের এসএসসি পরীক্ষা। গত জুন মাসে এ পরীক্ষা হওয়ার কথা থাকলেও বন্যার জন্য পিছিয়ে ১৫ সেপ্টেম্বর তারিখ নির্ধারণ করা হয়। পরীক্ষার্থীরা এখন শেষ মুহূর্তের প্রস্তুতি নিতে ব্যস্ত।

সংক্ষিপ্ত সিলেবাসে এসএসসি পরীক্ষা হচ্ছে। তিনটি বিষয়ে হবে না পরীক্ষা। হলে প্রশ্ন বাছাই করতে গিয়ে অহেতুক সময় নষ্ট না করার পরামর্শ দিচ্ছেন শিক্ষকরা।

এদিকে, প্রশ্নফাঁস ঠেকাতে কার্যকর ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/126046 ,   Print Date & Time: Saturday, 30 August 2025, 04:59:14 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group