• হোম > জাতীয় | নির্বাচনী সংবাদ > দ্বাদশ সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির

দ্বাদশ সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির

  • বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২, ১১:৫৫
  • ৫০৩

 ছবি: সংগৃহীত

দ্বাদশ সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছেন ইসি। বুধবার বেলা ১১টায় রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনের অডিটোরিয়ামে রোডম্যাপ ঘোষণা করা হয়। অন্য কমিশনারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিততে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল এ রোডম্যাপ ঘোষণা করেন।

এসময় ইসি বলেন, পরিকল্পনা বাস্তবায়ন হলে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। তবে সংবিধানের সাথে সাংঘর্ষিক হওয়ায় অনেক পরামর্শ গ্রহণ করা যায়নি।

রোডম্যাপ অনুযায়ী ২০২৩ সালের ডিসেম্বর কিংবা ২০২৪ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন হবে। গত সংসদ নির্বাচন হয়েছিল ২০১৮ সালের ৩০ ডিসেম্বর। এছাড়াও, এবার নির্বাচনী এলাকার সীমানা পুনর্নির্ধারণ করা হবে। এজন্য আগের নীতিমালা পর্যালোচনা করে আগামী বছরের জানুয়ারিতে নতুন নীতিমালা তৈরি করা হবে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/126050 ,   Print Date & Time: Sunday, 7 December 2025, 12:30:55 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group