• হোম > রংপুর > জেলের বরশিতে ধরা পড়ল ৯২ কেজি মাছ

জেলের বরশিতে ধরা পড়ল ৯২ কেজি মাছ

  • বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২, ১৫:২২
  • ৬০০

জেলের বরশিতে ধরা পড়ল ৯২ কেজি মাছ

শাহিনুর রহমান, নীলফামারী জেলা প্রতিনিধি : নীলফামারীর ডিমলা উপজেলা পাগলপাড়া গোরিং এলাকায় তিস্তা নদীতে জেলেদের বরশিতে ধরা পড়েছে ৯২ কেজি ওজনের একটি আইড় মাছ।

বুধবার (১৪ সেপ্টেম্বর) ভোরের দিকে কয়েকজন জেলে তিস্তা নদীতে মাছ ধরতে যায়। কয়েকবার বরশি টেনে মাছ ধরতে না পেয়ে হতাশ হয়ে পরেন জেলেরা। পুনরায় বরশি টানা শুরু করেন তার কিছুক্ষণ পরেই এই আড়ই মাছটি ধরা পরে।

পরে ডিমলা উপজেলার ডালিয়া ২নং বাজারে মাছটি নিয়ে গেলে তার বাজার মূল্য ১লাখ ১০ হাজার টাকা দিয়ে খেলাসু নামের এক মাছ ব্যবসায়ী কিনে নেন। তারপরে তিনি মাছটি নীলফামারীর বড় বাজারে বিক্রির জন্য পাঠিয়ে দেয়। পরে বাজারে ১৫০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

আব্দুস সবুর নামে একব্যক্তি জানান, মাছটি জালাল উদ্দিন নামের এক জেলের বড়শিতে মাছটি ধরা পরে। আমরা তিস্তা পারের মানুষ অনেক খুশি। আর নদীতে সহজে এতো বড় মাছ ধরা পরে না।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/126066 ,   Print Date & Time: Monday, 3 November 2025, 08:30:22 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group