• হোম > রাজশাহী > বিরামপুরে লিমা আবাসিক হোটেল থেকে যুবক-যুবতীসহ আটক: ৩

বিরামপুরে লিমা আবাসিক হোটেল থেকে যুবক-যুবতীসহ আটক: ৩

  • বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২, ১৬:৪৭
  • ৬৮০

বিরামপুরে লিমা আবাসিক হোটেল থেকে যুবক-যুবতীসহ আটক: ৩

মো: আবু সাঈদ, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুর জেলার বিরামপুর পৌর শহরের লিমা আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপের অপরাধে আফরুজা খাতুন অন্তরা (২০), রাশেদুল ইসলাম মিন্টু (২০) এবং সজীব বাবু (১৯) নামের তিনজনকে কারাদন্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

কারাদন্ড প্রাপ্তরা হলেন, কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার দক্ষিন খাড়িজাথাক গ্রামের বাদশার মেয়ে আফরুজা খাতুন অন্তরা, এবং বিরামপুর পৌর শহরের চকপাড়া শাহিনপুকুর মহল্লার গোলাম মোস্তফার ছেলে রাশেদুল ইসলাম ও একই মহল্লার মৃত. সাদ্দার আলীর ছেলে সজীব বাবু।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) রাত সোয়া ৮ টায় বিরামপুর পৌর শহরের ষ্টেশন রোডস্থ লিমা আবাসিক হোটেলে অভিযান চানান ভ্রাম্যমাণ আদালত। এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার।

বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বুধবার (১৪ সেপ্টেম্বর) সকালে দন্ডিত আসামীদের দিনাজপুর কারাগারে পাঠানো হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) রাতে পৌর শহরের লিমা আবাসিক হোটেলে অভিযান চালানো হয়। এসময় অসামাজিক কার্যকলাপের অপরাধে আফরুজা খাতুন অন্তরাকে ২মাস এবং রাশেদুল ইসলাম মিন্টু ও সজীব বাবুকে ১মাস কারাদন্ডাদেশ প্রদান করা হয়েছে।

সচেতন মহলের দাবি বিরামপুরের প্রতিটি আবাসিক হোটেলে যেন মাঝে মধ্যে নিয়মিত এই রকম অভিযান চালানো দরকার।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/126074 ,   Print Date & Time: Sunday, 6 July 2025, 02:48:16 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group