• হোম > রাজশাহী > সাপাহারে মাংস ব্যবসায়ীদের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময় সভা

সাপাহারে মাংস ব্যবসায়ীদের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময় সভা

  • বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২, ১৭:৪৫
  • ৪৭৪

সাপাহারে মাংস ব্যবসায়ীদের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময় সভা

হাফিজুল হক, সাপাহার নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে মাংস ব্যবসায়ীদের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রাতের আঁধারে অসুস্থ গরু জবাই না করা সহ কিছু নিয়মকানুন বেঁধে দেয়ার লক্ষ্যে ১৪ সেপ্টেম্বর বুধবার সকাল ১০ ঘটিকার সময় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুনের সভাপতিত্বে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, প্রাণিসম্পদ কর্মকর্তা গোলাম রাব্বানী, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ওমর আলী মোল্লা, সেনেটারী ইন্সপেক্টর শওকত আলী, থানার পুলিশ উপ পরিদর্শক জিন্নাত আলী প্রমুখ।

উপজেলা সদরের সমদ্বয় মাংস ব্যবসায়ী (কসাই)দের ডেকে এই মতবিনিময় সভায় নির্দেশনা প্রদান করেন অদ্য হইতে গরু জবাইয়ের পূর্বে পশু সম্পদ অধিদপ্তর হতে ফিটনেস সার্টিফিকেট নিয়ে সকাল ছয়টায় জবাই করিতে হইবে এবং সর্বনিম্ন বেলা ১২ টা পর্যন্ত মাংস বিক্রয়ের ব্যবস্থা থাকিতে হইবে। সমস্ত গরু এক জায়গায় জবাই করিতে হইবে রক্তসহ মলমত্র সঙ্গে সঙ্গে পরিষ্কার পরিচ্ছন্ন করার ব্যবস্থা গ্রহণ করিতে হইবে। কোন মতেই অসুস্থ গরু জবাই করা যাইবে না অথবা বাইর হইতে কোন মাংস এনে বিক্রয় করা যাইবে না।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/126083 ,   Print Date & Time: Thursday, 18 September 2025, 12:27:45 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group