• হোম > খেলা > কম্বোডিয়ার উদ্দেশে গেল ফুটবল দল

কম্বোডিয়ার উদ্দেশে গেল ফুটবল দল

  • বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২, ১০:৫৫
  • ৩৫১

 ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ম্যাচ খেলতে কম্বোডিয়ার উদ্দেশে দেশ ছেড়েছে বাংলাদেশ ফুটবল দল। বুধবার (১৪ সেপ্টেম্বর) মধ্যরাতে দেশ ছেড়েছেন জামাল ভুঁইয়ারা।

এর আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে ২ ম্যাচ থেকে পূর্ণ ৬ পয়েন্ট আদায় করে নিজেদের র‍্যাংকিং পয়েন্ট বাড়িয়ে নেয়ার ঘোষণা দিয়েছেন অধিনায়ক। জানিয়েছেন, কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার অধীনে করা অনুশীলন ক্যাম্পে গত ৪ বছরের মধ্যে সব থেকে কঠোর প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ।

বাংলাদেশ ফুটবল দল এক অলিখিত চ্যালেঞ্জের মুখে। শক্তিশালী ভারতকে হারিয়ে সাফ নারী ফুটবলে শিরোপার সুবাতাস পাইতে শুরু করেছে নারী দল। নারীদের এমন সাফল্য এক ধরনের চাপে ফেলে দিয়েছে পুরুষ দলকে। সামনে দুটি ফিফা আন্তর্জাতিক ম্যাচ, যেখানে আছে নিজেদের র‍্যাংকিং পয়েন্ট বাড়ানোর সুযোগ। তাই তো এই দুই ম্যাচে জয় ছাড়া অন্য কোনো লক্ষ্য নেই জামালদের ।

বুধবার মধ্যরাতে কম্বোডিয়ার উদ্দেশে দেশ ছাড়ার আগে নিজেদের প্রস্তুতি নিয়ে আশার কথা শোনান অধিনায়ক।

আগামী ডিসেম্বরে চুক্তি শেষ হওয়ার আগে এটিই সম্ভবত ক্যাবরেরার শেষ সফর। আগামী ২২ সেপ্টেম্বর কম্বোডিয়া এবং ২৭ সেপ্টেম্বর নেপালের সঙ্গে আন্তর্জাতিক ম্যাচ খেলবে বাংলাদেশ।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/126105 ,   Print Date & Time: Sunday, 3 August 2025, 02:25:19 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group