• হোম > বিনোদন > শাহরুখ খান পুত্র আরিয়ান বাবাকে অনুসরন করছেন!

শাহরুখ খান পুত্র আরিয়ান বাবাকে অনুসরন করছেন!

  • বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২, ১১:২৪
  • ৪২৫

 ছবি: সংগৃহীত

বিজ্ঞাপনে মডেলিং করেছেন আরিয়ান খান। সেই মডেলিংয়ের একাধিক ছবি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। ছবি দেখে উচ্ছ্বসিত বাবা শাহরুখ। তবে কিছুটা ক্রেডিট নিজেও নিয়ে নিলেন বলিউড সুপারস্টার। কমেন্টবক্সে তিনি লিখেছেন, ‌‘বলা হয়, বাবার মধ্যে থাকা সুপ্ত প্রতিভা প্রকাশিত হয় ছেলের মধ্য দিয়ে’।

আরিয়ান শাহরুখের বড় ছেলে। মডেলিংয়ে আরিয়ানের পরা পোশাক নিয়েও মজা করেছেন শাহরুখ। ছবিতে তিনরকম পোশাকে দেখা গেছে আরিয়ানকে। এরমধ্যে শাহরুখ জানতে চেয়েছেন, ‘ধূসর রঙের শার্টটি তার কি না’!

মাদককাণ্ডের বিতর্ক ঝেড়ে ফেলে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরেছেন আরিয়ান। শাহরুখ কন্যা সুহানা প্রথম ছবির কাজ শুরু করে দিয়েছেন। গুঞ্জন আছে, বাবার পদাঙ্ক অনুসরন করে আরিয়ানকেও দেখা যেতে পারে বড় পর্দায়।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/126117 ,   Print Date & Time: Sunday, 3 August 2025, 11:00:47 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group